শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

মহাকাশচারীর মজা করে তোলা ছবির লেখা পরিবর্তন করে বিভ্রান্তিকরভাবে প্রচার

সম্প্রতি “I see no god up here in space” শীর্ষক লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড হাতে একজন মহাকাশচারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

এছাড়াও, একই ছবিটির আরও কয়েকটি এডিটেড ভার্সন অনলাইনে পাওয়া যায়। ছবিগুলো দেখুন নিচে,

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মহাকাশচারীর হাতে থাকা প্ল্যাকার্ডের লেখাটি সত্য নয় বরং লেখাটি পরিবর্তন করে বসানো হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, মহাকাশ বিষয়ক সাইট ‘space.com’ এ “10 Amazing Space Shuttle Photos” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ৭ নম্বর তালিকায় প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, স্টক ফটো সাইট ‘alamy.com’ এ “Satellites for Sale” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রকৃত ছবিটি খুঁজে পাওয়া যায়।

মূলত, মহাকাশচারী ডেল এ. গার্ডনার ১৯৮৪ সালে শাটল ডিসকভারির STS-51A মিশনের সময় মজা করে দুটি ব্যর্থ উপগ্রহ “FOR SALE” বা (উপগ্রহ দুটি) বিক্রয়ের জন্য লেখা একটি প্ল্যাকার্ড হাতে ছবি তোলেন। সেই ছবিটির প্ল্যাকার্ডের লেখা পরিবর্তন করে “I SEE NO GOD UP HERE” বা “আমি এখানে উপরে কোনো সৃষ্টিকর্তা দেখিনি” লেখা বসিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়। এছাড়াও প্ল্যাকার্ডের লেখাটি পরিবর্তন করে নানাবিধ লেখা ও চিহ্ন বসিয়েও প্রচার করা হয়। তবে “I SEE NO GOD UP HERE” লেখাটি সৃষ্টিকর্তার অস্তিত্ব বিষয়ক লেখা হওয়ায় এই লেখা সংক্রান্ত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

উল্লেখ্য, মহাকাশে পুনরুদ্ধার করা দুটি ব্যর্থ উপগ্রহ দুটি হলো Palapa B-2 এবং Westar 6। নভোচারী জোসেফ পি. অ্যালেন (IV) এর ছবি গার্ডনারের হেলমেটে প্রতিফলিত হতে দেখা যায়। অর্থাৎ, তিনিই ছবিটি তুলে দিয়েছেন।

প্রসঙ্গত, মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ছবি নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মহাকাশচারী ডেল এ. গার্ডনার ১৯৮৪ সালে এক মিশনের সময়ে মজা করে তোলা ছবির প্ল্যাকার্ডের “FOR SALE” শীর্ষক লেখা পরিবর্তন করে “I SEE NO GOD UP HERE” শীর্ষক বাক্যটি বসিয়ে সামাজিক বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img