সম্প্রতি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত কেওড়াতলা মহাশ্মশানের সামনে “I Love Keoratala Mahasashan” ফলকযুক্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেওড়াতলা মহাশ্মশানে “I Love Keoratola Mahasashan” ফলকযুক্ত ছবিটি আসল নয় বরং কেওড়াতলা মহাশ্মশানের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনা করে “I Love Keoratola Mahasashan” শীর্ষক ফলক যুক্ত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিটির মূল উৎস অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে “Sahanagar Crematorium – Keoratala – Kolkata” শীর্ষক ক্যাপশনে ২০১১-১০-১৪ তারিখে উইকিমিডিয়ায় আপলোডকৃত একটি ছবি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উইকিমিডিয়ার সেই পেইজে বলা হয় ছবিটি বিশ্বরূপ গাঙ্গুলি নামের একজন ফটোগ্রাফারের তোলা।
তাছাড়া রিভার্স ইমেজে সার্চের মাধ্যমে ২০১৯-০৫-২২ তারিখে Times of India কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি এবং উইকিমিডিয়াতে ২০১১ সালে আপলোড হওয়া ছবিটি পাশাপাশি তুলনা করলা দেখা যায় ছবি দুটির সাইজ, ছবিতে থাকা ঘড়ির সময় এবং মানুষের অবস্থান হুবুহু একই রকম। তবে উইকিমিডিয়ার ছবিটিতে “I Love Keoratola Mahasashan” লেখাযুক্ত কোনো ফলক নেই। অর্থাৎ সাম্প্রতিক সময়ে প্রচারিত ছবিটি এডিটেড।
মূলত, ভারতের কেওড়াতলা মহাশ্মশানের একটি পুরোনো ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনা করে ছবিতে কেওড়াতলা মহাশ্মশানের সামনে “I Love Keoratola Mahasashan” শীর্ষক ফলক বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, “I Love Keoratola Mahasashan” ফলকযুক্ত কেওড়াতলা মহাশ্মশানের যে ছবিটি ফেসবুকে প্রচারিত হচ্ছে তা এডিটেট।
তথ্যসূত্র
- Wikimedia Commons: Sahanagar Crematorium – Keoratala – Kolkata 2011-10-14.
- Times of India: Municipal corporation to pay priests conducting last rites in Kolkata crematoriums.
- Rumor Scanner’s Own Analysis.