সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “একজন হিন্দু বিবাহিত নারী গত ১৩ই জুলাই থেকে চট্টগ্রাম, বাকলিয়া থানা, নতুন ব্রীজ এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। তার দুটি ছোট সন্তান আছে। তার পরিবার গভীরভাবে উদ্বিগ্ন এবং ভগ্নহৃদয়ে আছে।… #SaveBangladeshiHindus” (অনূদিত) এছাড়াও, কিছু পোস্টে লেখা হয়, “একজন বাংলাদেশী হিন্দু বিবাহিত মহিলা এবং দুই সন্তানের জননী কোনো খোঁজ ছাড়াই নিখোঁজ হয়ে গেছেন। এটা গাজা বা সিরিয়া নয়। তাই কোনো শিরোনাম নেই, নেই কোনো ক্ষোভ। শুধুই আরেকজন হিন্দু।” অর্থাৎ, আলোচিত দাবিটি সাম্প্রদায়িক আঙ্গিকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত নারীর নাম জয়া মল্লিক। তার নিখোঁজ হওয়ার সাথে সাম্প্রদায়িক কোনো বিষয় ছিল না। প্রকৃতপক্ষে, মানসিক সমস্যায় ভোগা এই নারী স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে তাকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।
আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে “শ্রী সাগর দেবনাথ” নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ জুলাইয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে দুইটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ছবির হুবহু মিল পাওয়া যায়।

পোস্টটিতে বলা হয়, “নিখোঁজ সংবাদ | নাম- জয়া মল্লিক, ঠিকানা – চট্টগ্রাম। চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকার বাস্তুহারার সৎসঙ্গ বিহার এলাকা থেকে এই মহিলাটি ১৩ই জুলাই (রবিবার) বিকাল ৪টা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন । এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর দুইটি শিশু সন্তান রয়েছে। তাঁর পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও শোকাহত অবস্থায় দিন কাটাচ্ছে।..”
উক্ত পোস্টটির মন্তব্য বিভাগে পরবর্তীতে পোস্টকারী বলেন, “অবশেষে সকলের সার্বিক সহযোগিতায় নিখোঁজ দিদিটির সন্ধান পাওয়া গেছে। তাঁর পরিবার তাকে নিরাপদে নিয়ে আসতেছেন। সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা শেয়ার করে সহযোগিতা করেছেন। আজ রাত ৯ টার দিকে তাকে পাওয়া যায় কক্সবাজার জেলা, চুনতি এবং হারবাং এর মাঝামাঝি আজিজ নগর এলাকা হতে,,।১৪/০৭/২০২৫,”।
এছাড়াও অনুসন্ধানে “চন্দন কুমার শীল চন্দন” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গত ১৪ জুলাইয়ে এ বিষয়ে প্রচারিত একটি ‘নিখোঁজ সংবাদ’ পোস্ট পাওয়া যায়। পরবর্তীতে পোস্টটি শেয়ার করে একই পোস্টকারী ১৫ জুলাইয়ে জানান, গত ১৪ জুলাই উক্ত নারীকে পাওয়া গেছে। উক্ত পোস্টেও বলা হয়, এই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পরবর্তীতে এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে নিখোঁজ জয়া মল্লিকের বোন করবী সেনের সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, “জয়া মল্লিককে গত ১৪ জুলাই পাওয়া গেছে। তার মানসিক সমস্যা আছে এবং নিজে থেকেই চলে গিয়েছিল। এতে অপহরণ বা সাম্প্রদায়িক কিছু ছিল না।”
সুতরাং, মানসিক সমস্যার কারণে জয়া মল্লিক নামে এক নারীর ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক কারণে নিখোঁজ হয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- শ্রী সাগর দেবনাথ – Facebook Post
- চন্দন কুমার শীল চন্দন – Facebook Post
- Statement of Korobi Sen, Sister of Joya Mollik