‘দেশে ফিরে গ্রেপ্তার হিরো আলম’ শীর্ষক দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘দেশে ফিরে গ্রেপ্তার হিরো আলম’ শীর্ষক শিরোনামে Daily News Live নামের একটি ভূঁইফোড় অনলাইন পোর্টালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি দেখুন; ডেইলি নিউজ লাইভ ২৪ (আর্কাইভ)

পরবর্তীতে উক্ত সংবাদটি ফেসবুকে প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুবাই থেকে দেশে ফিরে হিরো আলম গ্রেপ্তার হননি বরং তিনি দেশে ফিরেগ্রেপ্তার আতঙ্কে আছেন বলেগণমাধ্যমকে দেওয়া বিবৃতিকে বিকৃত করে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

কি ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমেদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৯ সালের ৭ মার্চ ‘স্ত্রীকে মারধরের মামলায় হিরো আলম গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Prothom Alo Website

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ৬ মার্চ স্ত্রীকে মারধরের অভিযোগে নারী নির্যাতন দমন আইনে করা এক মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করেছিলো পুলিশ।

পরবর্তীতে ওই বছরের ১৯ এপ্রিল ওই মামলায় জামিনে মুক্তি পান তিনি।

তবে, সম্প্রতি হিরো আলম ডুবাই থেকে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন এমন কোনো তথ্য দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

দুবাই থেকে দেশে ফিরে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন ভূঁইফোড় পোর্টালে প্রকাশিত এমন সংবাদ বিশ্লেষনে দেখা যায়, প্রকাশিত সংবাদটি ১৯ মার্চ, ২০২৩ তারিখের। কিন্তু ১৯ মার্চের পরবর্তী সময়ে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একাধিক এক্টিভিটিলক্ষ্য করা যায়। যদি তিনি সত্যি-ই গ্রেপ্তার হতেন তবে তার সেটি সম্ভব হতো না।

Screenshot: Facebook post/ Hero Alom

এছাড়াও, হিরো আলম দুবাই থেকে ফেরত আসার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার দুবাই সফর সম্পর্কে সংবাদ সম্মেলনের একটি ভিডিও আপলোড করেছেন।

Screenshot: Facebook post/ Hero Alom

যা থেকে নিশ্চিত হওয়া যায়, ১৯ মার্চ দুবাই থেকে ফেরার পর হিরো আলম গ্রেপ্তার হননি।

মিথ্যা তথ্যের উৎসের সন্ধান

কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, হিরো আলমকে গ্রেপ্তারের দাবি অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি ‘হিরো আলমের গ্রেপ্তার আতঙ্কে আছেন’ শীর্ষক দাবিতে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরূপ প্রতিবেদনগুলোর শিরোনাম ছিল ‘দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে হিরো আলম’। এমন কিছু প্রতিবেদন দেখুন; আমাদের সময়, চ্যানেল২৪, ভোরের ডাকসংবাদ প্রকাশ

Screenshot: Channel24 Website

পরবর্তীতে এই প্রতিবেদনগুলোর শিরোনাম থেকে আতঙ্ক শব্দটি বাদ দিয়ে ‘দেশে ফিরে গ্রেপ্তার হিরো আলম’ শিরোনামে Daily News Live নামের

একটি ভূঁইফোড় অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়।

হিরো আলম গ্রেপ্তার হয়েছেন এমন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিস্তারিত অংশ পর্যবেক্ষণ করে দদেখা যায়, প্রতিবেদনের বিস্তারিত অংশে  হিরো আলমে গ্রেপ্তার হয়েছেন এমন কোনো তথ্য উল্লেখ নেই  বরং প্রতিবেদনে হিরো আলমের গ্রেপ্তার আতঙ্কের বিষয়েই বলা হয়েছে।

উক্ত প্রতিবেদনের বিস্তারিত অংশের লেখার সাথে “দেশে ফিরে ‘গ্রেপ্তার আতঙ্কে’ হিরো আলম’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ভোরের ডাক এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের বিস্তারিত অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Collage: Rumor Scanner 

অর্থাৎ, ‘দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে হিরো আলম’ শীর্ষক প্রতিবেদনের বিস্তারিত অংশের তথ্য  হুবহু নকল করে ‘হিরো আলম গ্রেপ্তার হয়েছেন’ এমন চটকদার শিরোনামে ভূঁইফোড় পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে।

মূলত, পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গত ১৯ মার্চ সকালে দুবাই থেকে দেশে ফিরেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে আছেন বলে সাংবাদিকদের জানান তিনি। পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামকে বিকৃত করে ‘দেশে ফিরে হিরো আলম গ্রেপ্তার’ শীর্ষক চটকদার শিরোনামে ভূঁইফোড় অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

সুতরাং, ‘দেশে ফিরে গ্রেপ্তার হিরো আলম’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img