হাঁচি দেওয়ার মুহূর্তে মানুষের হৃৎস্পন্দন ও শারীরিক কার্যকারিতা বন্ধ হয় না 

সম্প্রতি, ‘মানুষ যখন হাঁচে তখন সেই মুহূর্তের জন্য তার শারীরিক কার্যকরীতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এমনকী তার হৃৎস্পন্দনটিও’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

হাঁচি দেওয়ার

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, হাঁচি দেওয়ার সময় মানুষের হৃৎস্পন্দন কিংবা শারীরিক কার্যকারিতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটে না। প্রকৃতপক্ষে, হাঁচি দেওয়ার মুহূর্তে কিছু সময়ের জন্যে মানুষের হৃৎস্পন্দন স্বাভাবিকের ‍তুলনায় কমে যায়। যার কারণে কয়েক মুহূর্তের জন্য হৃৎযন্ত্রের নিয়মিত ছন্দ ব্যাহত হয়। তবে তার জন্যে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ কখনো বন্ধ হয় না। 

উক্ত দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রদানকারী ওয়েবসাইট Healthline এ ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি  What Causes Your Heart to Skip a Beat When You Sneeze, and Is It an Emergency? শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Healthline

প্রতিবেদনটি থেকে জানা যায়, হাঁচি দেওয়ার সময় হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার দাবিটি একটি জনশ্রুতি। কারণ, মানুষের হাঁচি দেওয়ার সময় তার যে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তা দ্বারা মানুষের হৃস্পন্দন নিয়ন্ত্রণকারী বৈদ্যুতিক সংকেতগুলো প্রভাবিত হয় না। তবে এ সময় হৃৎযন্ত্রের  পুনরায় নিয়মিত ছন্দে ফেরার ক্ষেত্রে কিছুক্ষণ বিলম্ব হতে পারে।  

Screenshot: Healthline

উক্ত প্রতিবেদন থেকে আরও জানা যায়, মানুষের শরীরে ভ্যাগাস স্নায়ু নামক একটি স্নায়ু রয়েছে। যেটি আমাদের মস্তিষ্ক থেকে বৃহৎ অন্ত্র পর্যন্ত বিস্তৃত। যার প্রধান কাজগুলোর মধ্যে একটি হচ্ছে হৃৎস্পন্দন হ্রাস করা। যখন আমরা হাঁচি দেই, তখন এটি তাৎক্ষণিকভাবে হৃৎস্পন্দন কমিয়ে দেয়। তাই হাঁচি দেওয়ার সময় রক্তচাপ বৃদ্ধি ও হৃৎস্পন্দন হ্রাসের কারণে হৃৎযন্ত্রের নিয়মিত ছন্দ কয়েক মুহূর্তের জন্য ব্যাহত হয়। 

Screenshot: Healthline

এছাড়াও প্রতিবেদনটি থেকে Sneeze Syncope নামক একটি বিরল পরিস্থিতির কথা জানা যায়। যে সময় হাঁচির ফলে ঘটা হৃৎস্পন্দন হ্রাস অথবা রক্তচাপ বৃদ্ধির কারণে ব্যক্তি অজ্ঞান হয়ে যান। সর্বশেষ ২০১৪ সালে এমন ঘটনার তথ্য পাওয়া যায় বলেও উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়।

Screenshot: Healthline

পরবর্তীতে 11Alive নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২২ মে Does you heart stop when you sneeze? শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

উক্ত ভিডিওটিতে ডাক্তার সুজাতা রেড্ডি নামের একজন ডাক্তার জানান, হাঁচি দেওয়ার সময় মানুষের হৃৎযন্ত্র বন্ধ হয়ে যায় না। হাঁচির কারণে শরীরে বাতাসের যে উর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়, তার ফলে কয়েক মুহূর্তের জন্যে হৃৎস্পন্দন কমে যায়। সেটিও কয়েক মিলি সেকেন্ডের জন্যে হয়ে থাকে। তার মানে এই নয় যে, হাঁচির  জন্যে হৃৎযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। 

অর্থাৎ, হাঁচি দেওয়ার মুহূর্তে মানুষের হৃৎস্পন্দন কিংবা শারীরিক কার্যকারিতা  বন্ধ হয়ে যায় না।

এ প্রসঙ্গে আরও পড়ুন 

মূলত, হাঁচি দেওয়াকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা ধরনের জনশ্রুতি বা দাবির প্রচলন রয়েছে। এমনই একটি দাবি হচ্ছে, ‘মানুষ যখন হাঁচে তখন সেই মুহূর্তের জন্য তার শারীরিক কার্যকরীতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এমনকী তার হৃৎস্পন্দনটিও’। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি একটি জনশ্রুতি। প্রকৃতপক্ষে ভ্যাগাস নামক একটি স্নায়ুর কারণে  হাঁচি দেওয়ার মুহূর্তে সাময়িক সময়ের জন্যে মানুষের হৃৎস্পন্দন হ্রাস পায়। যার কারণে হৃৎযন্ত্রের নিয়মিত ছন্দ কয়েক মুহূর্তের জন্য ব্যাহত হয়। তবে মানুষের হৃৎযন্ত্রের কার্যকলাপ তখনও সচল থাকে। 

সুতরাং, মানুষের  হাঁচি দেওয়ার মুহূর্তে তার শারীরিক কার্যকারিতা ও হৃৎস্পন্দন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img