লাঠি হাতে শিশুর ছবিটি গোপালগঞ্জের নয়, গাজীপুরে তোলা পুরোনো ছবি

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জনসাধারণের কথা শুনতে এবছরের পুরো জুলাই মাস জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিটির নাম দেওয়া হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ অর্থাৎ, ১৬ জুলাই গোপালগঞ্জে সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা। আজকের কর্মসূচিকে প্রতিহত করতে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা প্রস্তুতি নিচ্ছে দাবিতে সকাল থেকেই বিভিন্ন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এরই অংশ হিসেবে লাঠি হাতে একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হয়েছে ছবিটি আজকে গোপালগঞ্জে ধারণ করা।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ছবিটির এআই সংস্করণ ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সক্রিয় এক্টিভিস্ট নিঝুম মজুমদার। তার শেয়ার করা পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লাঠি হাতে শিশুর ছবিটি গোপালগঞ্জের নয়। এছাড়াও ছবিটি আজ ১৬ জুলাই ধারণ করাও নয়। প্রকৃতপক্ষে, গাজীপুরের সফিপুর এলাকায় ধারণ করা একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। যেটি গত বছরের আগস্ট মাস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়।


আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Md Juel Rana M নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ২৭ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে দেখতে পাওয়া লাঠি হাতে শিশুর পোশাক এবং পারিপাশ্বিক অবস্থার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির শিশুর হুবহু মিল রয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে উক্ত ভিডিওর স্ক্রিনশট নিয়ে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো আজকের নয়।


পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানের মাধ্যমে সফিপুর বাজার,কালিয়াকৈর,গাজীপুর.নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৮ আগস্ট প্রচারিত একই শিশুর ভিন্ন আরেক স্থানে ধারণ করা আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর শিরোনামে দাবি করা হয় ভিডিওটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা নামক এলাকায় ধারণ করা। উল্লিখিত তথ্যের সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় উক্ত এলাকার স্ট্রিটভিউ পর্যালোচনার মাধ্যমে ভিডিওটির জিওগ্রাফিক লোকেশন শনাক্ত করা সম্ভব হয়। ভিডিওটির বামপাশে দেখতে পাওয়া নির্মানাধীন ভবনের পাশাপাশি এর পেছনের সাদা এবং আকাশী রঙের ভবনটির পাশাপাশি ডানপাশের ইন্ডাস্ট্রিয়াল ভবনটিও গুগলের স্ট্রিটভিউয়ে দেখতে পাওয়া যায়

যেহেতু গুগলের ছবিগুলো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তোলা এবং ভিডিওটি সম্ভবত আগস্ট মাসে আন্দোলনের যেকোনো একটি ধারণ করা তাই ‍দুই জায়গায় পরিবেশের কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। 


পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলোচিত ছবির ভিডিওটি যে স্থানে ধারণ করা হয়েছে সেই স্থান শনাক্ত করার চেষ্টা করে রিউমর স্ক্যানার। এক্ষেত্রে শনাক্তকৃত স্থানের পেছনের দিকে অর্থাৎ শফিপুরের দিকে অগ্রসর হয়ে দেখা যায়, শফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী সংলগ্ন এলাকার একটি স্থানের সাথে আলোচিত ভিডিওটির স্থানের মিল রয়েছে। উক্ত স্থানেও ভিডিওর সবুজ বাউন্ডারি দেওয়া লাল রঙের বাসাটি দেখতে পাওয়া যায়। এছাড়াও ফুটপাতে যে স্থানে শিশুটি দাড়িয়ে ছিল সেটিও শনাক্ত করা যায়। এ থেকে ধারণা করা যাচ্ছে, শিশুটি সেদিন গাজীপুর জেলার শফিপুরের এই স্থান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা নামক এলাকা পর্যন্ত যায়।

অর্থাৎ, গোপালগঞ্জে লাঠি হাতে শিশুর দাঁড়িয়ে থাকার ছবি দাবিতে প্রচারিত ছবিটি গাজীপুরের সফিপুর নামক এলাকায় ধারণ করা। 

সুতরাং, এনসিপির কর্মসূচি প্রতিহত করতে গোপালগঞ্জে শিশুর লাঠি হাতে দাঁড়িয়ে থাকার ছবি দাবিতে গাজীপুরে ধারণকৃত পুরোনো দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র  

  • Md Juel Rana M Facebook Page Post
  • সফিপুর বাজার,কালিয়াকৈর,গাজীপুর Page Post
  • Google Map Street View
  • Google Map Street View
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img