আবু সাঈদের ফাঁসি চাওয়া সংক্রান্ত বক্তব্যটি বিএনপির কোনো সমাবেশে অংশ নেওয়া ব্যক্তির নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এবার বিএনপির সমাবেশ থেকে আবু সাঈদের ফাঁসির দাবী করেছেন বিএনপির কর্মী। 

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবির ইন্সটাগ্রাম পোস্ট দেখুন এখানে। 

একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির সমাবেশে আবু সাঈদের ফাঁসি চাওয়া সংক্রান্ত দাবিটি সঠিক নয় বরং জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নিস্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। উক্ত মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তি উক্ত মন্তব্য করেন। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওগুলোতে মূল ধারার গণমাধ্যম গ্লোবাল টেলিভিশনের লোগো থাকার সূত্রে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। দুই ঘন্টায় ১০০ টাকা, আইন উপদেষ্টার প্রতিকী ক’ফি’ন মিছিলে ভাড়ায় মানুষ! শীর্ষক শিরোনামে গত ০৫ জুলাই প্রকাশিত এই ভিডিওতে সাংবাদিক কর্তৃক এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, আপনার দলের নাম কী? জবাবে তিনি বলেন, বিআরপি। এরপর উক্ত সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, “দাবি কী আজকের?” এরপর এই ব্যক্তি বলেন, “দাবি হইসে আবু সাঈদের ফাঁসির দাবি চাই।”

Comparison: Rumor Scanner 

ভিডিওর বক্তব্যের এই অংশই প্রচার হচ্ছে আলোচিত দাবিতে। 

পরবর্তী অনুসন্ধানে মূল ধারার আরেক সংবাদমাধ্যম একাত্তর টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এই মিছিলটি ছিল বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি)। ৫ জুলাই বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা। জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নিস্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে এই মিছিল করে।

অর্থাৎ, এটি বিএনপির কোনো সমাবেশ নয়। 

দাবিটির সূত্রপাত খুঁজতে গিয়ে সাজ্জাদ শরীফ নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ জুলাইয়ে প্রকাশিত “ব্রেকিং,,,এবার বিএনপির সমাবেশ থেকে আবু সাঈদের ফাসির দাবী তুললেন বিএনপি কর্মীরা। বিস্তারিত The Delhi Star এ” শীর্ষক ক্যাপশনে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Collage: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে দ্য দিল্লী স্টার নামে যে পেজটিকে তিনি উল্লেখ করেছেন তা একটি সার্কাজম পেজ। কমেন্টে তিনি বলছেন, “অনেকে কমেন্ট করছেন এইটা brp নামক দলের সমাবেশ। সেটা আমিও জানি।আমি বিএনপি লিখসি কারন লোকটা বিএনপির কথা বলছে। এই লোকগুলো ভাড়ায় খাটে,সব দলের হয়ে। এই পোস্ট এত সিরিয়াসলি নেয়ার কিছু নাই।” তবে ভিডিওতে স্পষ্টই শোনা যাচ্ছে যে উক্ত ব্যক্তি দলের নাম বিআরপি বলেই উল্লেখ করেছেন। এই ভিডিওটি সাত লক্ষাধিক বার দেখা হয়েছে।

সুতরাং, বিএনপির সমাবেশে আবু সাঈদের ফাঁসি চাওয়া হয়েছে দাবিতে বাংলাদেশ রিপাবলিক পার্টির মিছিলে অংশ দেওয়া এক ব্যক্তির বক্তব্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img