এনসিপির লং মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচিতে হামলায় ২৩ জন নিহত হওয়ার দাবিটি মিথ্যা

পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (১৬ জুলাই) গোপালগঞ্জে পদযাত্রায় গিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। 

এরই প্রেক্ষিতে, গোপালগঞ্জবাসির হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২৩ জন নিহত হয়েছেন- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লং মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রায় ২৩ জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে ‘sadhinnews247.blogspot.com’ নামক একটি ওয়েবসাইটের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247.blogspot.com’ নামক সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও blogspot.com ডোমেইনে হোস্ট করা একটি ভূঁইফোড় ওয়েবসাইট বলে প্রতীয়মান হয়। 

উক্ত সাইটে “গোপালগঞ্জে এনসিপির লংমার্চে ফের হামলা: নিহত ২৩, উত্তপ্ত পরিস্থিতি”-  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জগামী লং মার্চের গাড়ি বহরে আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে উলপুর ও আশপাশের এলাকায় বহরের উপর একাধিক দিক থেকে সংঘবদ্ধ হামলা হয়। এখন পর্যন্ত কমপক্ষে ২৩ জন নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।” তবে প্রতিবেদনটিতে ২৩ জন নিহতের দাবির সপক্ষে কোনো সূত্র বা তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।

আজ (১৬ জুলাই) এনসিপি গোপালগঞ্জের কর্মসূচিতে হামলায় ২৩ জন নিহতের দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ হামলায় নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ও পথসভাকে কেন্দ্র করে পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। 

মূলধারার প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কংশুরে ইউএনওর গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হন।”

এ বিষয়ে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

তবে, এসব ঘটনায় নিহতের কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। 

সুতরাং, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লং মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রায় ২৩ জন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img