হাসনাত আবদুল্লাহকে সন্ত্রাসী দাবি করে বিবিসি কোনো সংবাদ দেয়নি, সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রতিবেদন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত ভিডিও যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আব্দুল্লাহকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বিবিসি কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, ভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিররে ২০২২ সালের ২২ মার্চ “Nazanin Zaghari-Ratcliffe freed from Iran jail ‘hell’ after 6 years arrives home” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ভিডিওর সাথে আলোচিত বিবিসি নিউজের ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিবিসি নিউজের ভিডিওটিতে থাকা সংবাদ উপস্থাপিকার নাম জোয়ানা গস্লিং। তিনি নাজানিন জাঘারি র‍্যাটক্লিফ নামে ইরানি বংশদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের ইরানের কারাগারে ৬ বছর বন্দী থাকার পর মুক্তির সংবাদ পড়তে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

এছাড়া, জোয়ানা গস্লিং এর আবেগাপ্লুত হয়ে পড়ার উক্ত ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, ইন্ডিপেনডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। 

অর্থাৎ, বিবিসি নিউজে ভিন্ন প্রেক্ষিতে প্রকাশিত পুরোনো একটি ভিডিও প্রতিবেদন সম্পাদনা করে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। 

পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যমে হাসনাত আবদুল্লাহকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশিত হলে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতো। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, হাসনাত আবদুল্লাহকে সন্ত্রাসী উল্লেখ করে বিবিসি নিউজ সংবাদ প্রকাশ করার দাবিটি মিথ্যা এবং প্রচারিত ভিডিওটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img