গত ১৪ সেপ্টেম্বর, “ব্রেকিং নিউজ নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর দায়ের কৃত মামলাটি বাতিল করলো আদালত। বাংলাদেশ আন্তবর্তীন কালিন সরকারের দায়ের করা অর্থ লুটপাটের মামলা খারিজ করেছেন নেদারল্যান্ডস আদালত…… আজ আদালতের চুড়ান্ত সিদ্ধান্তে এই রায় প্রদান করেছেন দেশটি। গেলো বছরের ২৭ আগস্ট শেখ হাসিনাকে আসামি করে অর্থ লুটপাটের মামলাটি দায়ের করেছিলেন আন্তবর্তীন কালিন সরকারের প্রধান উপদেষ্টা।” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের করা কথিত অর্থ লুটপাটের মামলা নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কর্তৃক বাতিল করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এমন কোনো মামলাই হয়নি। ফলে মামলা বাতিলের দাবিটিও অবান্তর।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স সার্চ করে ইউরোপীয় পার্লামেন্টের মাল্টিমিডিয়া সেন্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ৩০ মার্চ ‘Official visit by Roberta METSOLA, EP President, to The Netherlands (The Hague): meeting with Piotr HOFMAŃSKI, President Judge of the International Criminal Court (ICC) and Karim A. A. KHAN KC, ICC Prosecutor’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণীতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোবার্তা মেটসোলা নেদারল্যান্ডসে তাঁর সরকারি সফরের সময় আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) পরিদর্শন করেন। সেখানে তিনি আদালতের প্রেসিডেন্ট বিচারক পিয়েত্রো হোফমান্সকি এবং প্রসিকিউটর করিম এ. এ. খান KC-এর সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার অর্থ লুটপাটের মামলা করেছে এমন কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, ২০২৪ সালের ২৮ অক্টোবর একজন আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (ICC) অভিযোগ দায়ের করে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে ICC সেটি প্রত্যাখ্যান করে।
সুতরাং, শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ লুটপাট মামলা নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বাতিল করার দাবিটি ভুয়া ও বানোয়াট।