সম্প্রতি “তুর্কমেনিস্তানে গ্যাস, বিদুৎ এবং পানি বিনামূল্যে প্রদান করা হয়! ” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে । পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বর্তমানে তুর্কমেনিস্তানের নাগরিকদের জন্য বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সেবা চালু নেই। প্রকৃতপক্ষে ১৯৯৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তুর্কমেনিস্তানের নাগরিকদের জন্য এই সেবা চালু ছিল।
কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে আমেরিকার গণমাধ্যম THE DIPLOMATএর ওয়েবসাইটে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত Turkmenistan Set to Rollback Subsidies for Good শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গুরবাংগুলি বারদিমুখামেদভের স্বাক্ষরিত ফরমান অনুসারে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে তুর্কমেনিস্তানের নাগরিকরা সরকার থেকে আর বিনামূল্যে বিদ্যুৎ, গ্যাস, পানীয় জল এবং লবণ পাবেনা। এদেশে বিদ্যুতের মূল্য হ্রাসএবং জনগনের মৌলিক চাহিদা পূরনের জন্য ভর্তুকি প্রদানের ফলে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল। অপরদিকে জনসংখ্যার আয়ের লক্ষণীয় বৃদ্ধি হচ্ছিল। তাই খারাপ অর্থনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তুর্কমেনিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন।
এছাড়াও, আজারবাইজানের গনমাধ্যম Caspian News এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১জুন প্রকাশিত Turkmenistan To Revoke Free Utilities For Its Citizens শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়,১৯৯৩ সালে তুর্কমেনিস্তানের প্রয়াত রাষ্ট্রপতি সাপারমুরাত নিয়াজভ তার নাগরিকদের বিনামূল্যে পানি, গ্যাস এবং বিদ্যুতের সুবিধা প্রদান করেছে।
তুর্কমেনিস্তানের প্রতিটি নাগরিক এই ভর্তুকি সেবার আওতায় প্রতি মাসে ঘন্টায় ৩৫ কিলোওয়াট বিদ্যুৎ এবং ৫০ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস বিনামূল্যে পেত। কিন্তু সরকার বর্তমানে আর তুর্কমেনিস্তানের নাগরিকদের বিনামূল্যে পানি, গ্যাস ও বিদ্যুৎ দিচ্ছে না।
মূলত, ১৯৯৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তুর্কমেনিস্তানের নাগরিকরা বিনামূল্যে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সুবিধা পেত কিন্তু বর্তমানে দেশটিতে আর এই সেবাটি বিরাজ করছেনা। ২০১৯ সালে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য তুর্কমেনিস্তানের সরকার এই সেবাটি বন্ধ করে দেয়। কিন্তু তুর্কমেনিস্তানের নাগরিকরা এখনও বিনামূল্যে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, বার্দিমুখামেদভ ২০০৬ সাল থেকে তুর্কমেনিস্তান শাসন করেছেন। অদ্ভুত স্বৈরাচারী পূর্বসূরির মৃত্যুর পর তিনি তুর্কমেনিস্তানের ক্ষমতা গ্রহণ করেছিলেন। তিনি তার নিজস্ব সুসম্পন্ন একটি ব্যক্তিত্বের উদাহরণ প্রতিষ্ঠা করেছিলেন, এবং সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি থাকার বয়সসীমা বাদ দিয়ে দিয়েছিলেন। এজন্য, কার্যকরভাবে বার্দিমুখামেদভ আজীবন রাষ্ট্রপতি থাকতে পারবেন।
সুতরাং, তুর্কমেনিস্তানে এখনও গ্যাস, বিদুৎ এবং পানি বিনামূল্যে প্রদান করার দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
THE DIPLOMAT: Turkmenistan Set to Rollback Subsidies for Good
Caspian News: Turkmenistan To Revoke Free Utilities For Its Citizens
DW: Turkmenistan leader wants to end free power, gas, and water
AP News: Turkmenistan ends free utilities after a quarter century