মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

ছাত্রলীগের সাবেক নেতা রাব্বানীর স্ত্রীকে নিয়ে রাব্বানীর বন্ধুর পালিয়ে যাওয়ার গুজব

সম্প্রতি ক্রেজি ক্যাপশন নামে একটি কথিত ব্লগ সাইটে তাহসান মাহমুদ নামে এক ব্যক্তি দাবি করেছেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আত্মগোপনে যাওয়ার পূর্বে তার সদ্য বিবাহিতা স্ত্রীকে বন্ধুর বাসায় রেখে যান। পরবর্তীতে জানা গেছে, তার বউ এবং টাকা পয়সা নিয়ে বন্ধু ইমরানের সাথে পালিয়ে গেছে। 

উক্ত সাইটের সংবাদটি দেখুন এখানে। তাহসান মাহমুদের এ সংক্রান্ত পোস্ট দেখুন এখানে। 

রাব্বানীর স্ত্রীকে

একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোলাম রাব্বানী তার স্ত্রীকে বন্ধুর বাসায় রেখে যাওয়া এবং পরবর্তীতে তার স্ত্রী বন্ধু ইমরানের সাথে পালিয়ে যাওয়া সংক্রান্ত দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া, বিষয়টি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন রাব্বানীর স্ত্রী ইসরাত বারী তৃনা।

এ বিষয়ে ফেসবুকে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায় Crazy Captions (5) নামের একটি গ্রুপে। তাহসান মাহমুদ নামে একটি অ্যাকাউন্ট থেকে গত ০২ সেপ্টেম্বর গ্রুপটির নামের আদলে তৈরি www.crazycaption.info নামের একটি সাইটে প্রকাশিত এ সংক্রান্ত কথিত একটি সংবাদের মাধ্যমে দাবিটি প্রচার করা হয়৷ এই সংবাদটিও লিখেছেন একই ব্যক্তিই৷ তবে রাব্বানী ও তার স্ত্রীর বিষয়ে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর পক্ষে কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি। সাইটটি পর্যবেক্ষণ করে মনগড়া এবং সূত্রবিহীন এমন একাধিক সংবাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে৷ পরবর্তীতে তাহসান মাহমুদের অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি মালয়েশিয়ার পোর্ট ডিকসনে থাকেন। বাংলাদেশে তার বাড়ি মুন্সিগঞ্জে বলে উল্লেখ করা হয়েছে অ্যাকাউন্টে। 

Screenshot: Facebook

দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম সূত্রে কোনো তথ্য না পেয়ে গোলাম রাব্বানীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার৷ তিনি জানান, বিষয়টি পুরোপুরি গুজব। তার স্ত্রী পরিবারের সাথেই আছেন। 

রিউমর স্ক্যানার রাব্বানীর স্ত্রী ইসরাত বারী তৃনার সাথেও কথা বলেছে। তিনি বলছেন, বিষয়টি ভুয়া। তিনি এবং তার পরিবার বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে আছেন। 

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, তাহসান মাহমুদ নামে যে ব্যক্তি দাবিটি প্রচার করছেন তিনি পূর্বেও বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য আলোচনায় আসেন। ২০২০ সালে করোনার সময় তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে করোনার বিধিনিষেধের মধ্যে সিগারেট আনতে গিয়ে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা কতিপয় ব্যক্তির মারের শিকার হওয়ার একটি ভিডিও শেয়ার করে মালয়েশিয়া থেকে ভিডিও ধারণ করে বলেন, “বাসায় আসতে আসতেই দেখি সব তোলপাড় হয়ে গেছে। সিগারেট আনতে বাইরে গেছিলাম। তারপর দুএকটা মার খাইছি।’

ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের পরিচয় কি আমরা দেব না। আমরা কি? আমরা কি কৃষক নাকি? আমরা ছাত্রলীগ। পাগলের মতো আপনারা। দুএকটা চটকানো খাইলে কি হয়ে যাইগা? আজকে আমাদের গোলাম রাব্বানী বাজান থাকলে এমন দিন দেখতে হইতো না।” 

এই ভিডিওর জন্য পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছিলেন৷ রাব্বানী সে সময় এক পোস্টে জানান, “দেশের এই ক্রাইসিস মোমেন্টে সারাদেশে ছাত্রলীগের কর্মীরা রাত-দিন শ্রম দিচ্ছে, মানুষকে সচেতন করছে, অসহায় মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ করে গণমানুষের অকৃত্রিম ভালোবাসা পাচ্ছে। আর তাই, সে অর্জনকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই প্রাঙ্ক ভিডিও বানিয়েছে। দেশের বাইরে থাকে বলেই, এমনটা করার ধৃষ্টতা দেখিয়েছে।”

অর্থাৎ, একই ব্যক্তি চার বছর পর গোলাম রাব্বানীকে নিয়ে আবার গুজব ছড়ালেন।

এদিকে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে ফেসবুকে এক ব্যক্তির ছবি পোস্ট করে তাকে গোলাম রাব্বানী দাবি করে প্রচার করা হয় যে তিনি হত্যার শিকার হয়েছেন। 

Screenshot: Facebook 

রাব্বানীর সাথে রিউমর স্ক্যানারের আলাপের পর এটা স্পষ্ট যে এই বিষয়টিও ভুয়া ছিল। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যক্তি রাব্বানী নয় বলে অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন হাসপাতালেরই একজন চিকিৎসক।

সুতরাং, ক্রেজি ক্যাপশন নামে একটি ভুঁইফোঁড় সাইটের মাধ্যমে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্ত্রীর তার (রাব্বানী) বন্ধুর সাথে পালিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

তথ্যসূত্র

  • Statement from Golam Rabbani 
  • Statement from Israt Bari Trina
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img