হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এক্সে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয় বরং, রাস্তায় ঘুরে বেড়ানো উক্ত লোককে পরিষ্কার করার মানবিক উদ্যোগের এই ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, উক্ত ব্যক্তি মুসলিম ধর্মের অনুসারী।
অনুসন্ধানে মাহবুব ক্রিয়েশন ফোর নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটিতে উক্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
একই নামের একটি ফেসবুক পেজেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। এই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, পোস্টদাতারা ব্যক্তিটির দুরাবস্থার কারণে তাকে পরিষ্কার করেছিলেন।
এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে নিয়মিতই এমন উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিস্কার পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।
একই পেজে ৯ ডিসেম্বর আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, উক্ত ব্যক্তি এবং তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোর-পূর্বক মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপ্রচার চালানো হচ্ছে।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mahbub Creation 4 – Youtube Video
- Mahbub Creation 4 – Facebook Post
- Mahbub Creation 4 – Facebook Video