সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা ‘বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা,ভাবতেছি ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ‘Team Ritu Porna’ নামক ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে ফুটবলার ঋতুপর্ণা চাকমা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ঋতুপর্ণা চাকমার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান পেজের পোস্টকে তার আসল মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত স্ক্রিনশটে থাকা ‘Team Ritu Porna’ নামটির সূত্র ধরে এই নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়।
উক্ত পেজে গত ২৫ সেপ্টেম্বর ঋতুপর্ণা চাকমার একটি ছবি প্রকাশ করা হয়, যেটির ক্যাপশন ছিলো ‘বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা,ভাবতেছি ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতে হবে..🇧🇩🏏🫤’। উল্লেখিত ছবি ও ক্যাপশনের সাথে ঋতুপর্ণা চাকমার মন্তব্য দাবিতে প্রচারিত স্ক্রিনশটের মিল রয়েছে।

উল্লেখিত পেজটির এবাউট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ‘ফ্যান পেজ’ যা ফুটবলার ঋতুপর্ণা চাকমার ভক্তদের উদ্দেশ্য করে পরিচালনা করা হয়।
এছাড়া, ২০২৫ সালের ১৫ মে চালু হওয়া পেজটির ইউআরএলেও (https://www.facebook.com/profile.php?id=61576321320174) ফুটবলার ঋতুপর্ণা চাকমার নাম নেই।
পরবর্তীতে, ঋতুপর্ণা চাকমার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে ফুটবলার ঋতুপর্ণা চাকমার এমন কোনো মন্তব্যের তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ফুটবলার ঋতুপর্ণা চাকমার নামে পরিচালিত ফ্যান পেজের পোস্টকে আসল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ritu Porna Chakma – Facebook Page
- Ritu Porna Chakma – Facebook Profile