সম্প্রতি, গাজার জন্য ২৭ টন ত্রাণ পাঠালো রাশিয়া শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলে গাড়িতে করে ত্রাণ বহনের একটি ছবি প্রচার করা হয়েছে।
দৈনিক কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)।
গণমাধ্যমটির ইউটিউবে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে প্রচারিত ছবিটি গাজায় রাশিয়ার ত্রাণ পাঠানোর নয় বরং ২০২১ সালের মে মাসে মিশর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানোর ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছ।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম Arab News এ ২০২১ সালের ২৪ মে “Cairo provides large aid convoy to Gaza” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর থাম্বনেইলের ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে মে মাসে গাজায় সাহায্য করার জন্য মিশর ‘লং লিভ ইজিপ্ট’ তহবিলের মাধ্যমে আড়াই হাজার টন খাদ্য, ওষুধ, শিশুর দুধ, জামাকাপড়, আসবাবপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণ বোঝাই ১৩০ টি ট্রাক পাঠায়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা ‘Reuters’ এ ২০২১ সালের ১৩ জুলাই “Israel wants voucher system for foreign aid to Gaza – minister” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়।
তবে, তুরষ্ক ভিত্তিক সংবাদ সংস্থা Anadolu Agency এর ওয়েবসাইটে গত ১৯ অক্টোবরে “Russia to deliver 27 tons of humanitarian aid to Gaza” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে রাশিয়া কর্তৃক গাজাকে ২৭ টন ত্রাণ সাহায্য করার সত্যতা পাওয়া যায়।
মূলত, ২০২১ সালের মে মাসে ফিলিস্তিনকে মানবিক সাহায্যের জন্য মিশর ‘লং লিভ ইজিপ্ট’ তহবিলের মাধ্যমে গাজা উপত্যকায় ১৩০ ট্রাক ত্রাণ পাঠায়। উক্ত ঘটনা নিয়ে সেসময় ত্রাণবাহী গাড়ির ছবি যুক্ত করে মিশরের স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে সম্প্রতি রাশিয়া কর্তৃক ফিলিস্তিনের গাজার স্ট্রিপে ২৭ টন ত্রাণ সাহায্য করার ছবি দাবিতে জাতীয় দৈনিক কালবেলার প্রতিবেদনে ২০২১ সালের মে মাসে ফিলিস্তিনে মিশরের পাঠানো মানবিক সাহায্যের ছবি প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়। এতে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়।
উল্লেখ্য, একই ছবিটিকে মিশর কর্তৃক ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পাঠানোর সাম্প্রতিক ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হলে তা বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ফিলিস্তিনের গাজার স্ট্রিপে রাশিয়ার ২৭ টন ত্রাণ সাহায্য পাঠানোর ছবি দাবিতে জাতীয় দৈনিক কালবেলার প্রতিবেদনে ২০২১ সালে ফিলিস্তিনকে মিশরের ত্রাণ সামগ্রী প্রদানের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Arab News – Cairo provides large aid convoy to Gaza
- Reuters – Israel wants voucher system for foreign aid to Gaza
- Anadolu Agency – Russia to deliver 27 tons of humanitarian aid to Gaza