সম্প্রতি, “সুখিপুর উপজেলায় ককড়াজান ইউনিয়নে দুজন যুবলীগের নেতাকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টাঙ্গাইলের সখিপুরে দুইজনকে কুপিয়ে হত্যার এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৩ সালের ঘটনা।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Oxygen-অক্সিজেন’ নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ২০ জুলাইয়ে “সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে দুইজনকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা” শিরোনামে প্রকাশিত একটি রিলস ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন নিউজ পোর্টাল ‘BSS News’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৩ সালের ২০ জুলাই “টাঙ্গাইলের সখীপুরে দুর্বৃত্তের হাতে দু’জন খুন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, “টাঙ্গাইলের সখীপুরে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় সড়কে তাদের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন- কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।”
এছাড়া, আলোচ্য বিষয়ে সে সময়ে একাধিক গণমাধ্যমে (যমুনা টিভি, আরটিভি) প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনগুলো থেকেও আলোচিত ভিডিওর বিষয়ে একই তথ্য জানা যায়।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে টাঙ্গাইলের সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়ার সঙ্গে কথা বলে রিউমর স্ক্যানার টিম। প্রত্যুত্তরে তিনি জানান, “সম্প্রতি সখিপুরের কাকড়াজান ইউনিয়নে এমন কোনো ঘটনা ঘটেনি। যে ভিডিওটা ছড়ানো হচ্ছে সেটা ভুয়া।”
অর্থাৎ, ২০২৩ সালে টাঙ্গাইলের সখিপুরে কাকড়াজান ইউনিয়নে দুর্বৃত্তদের হাতে দুই ব্যবসায়ী খুনের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সম্প্রতি সখিপুরে দুই যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Oxygen-অক্সিজেন: Facebook Reels
- BSS News: টাঙ্গাইলের সখীপুরে দুর্বৃত্তের হাতে দু’জন খুন
- Jamuna TV: টাঙ্গাইলের সখিপুরে ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
- RTV: সখিপুরের বাঘেরবাড়ি এলাকায় ২ জনকে কুপিয়ে হ’ত্যা করেছে দূ’র্ব’ত্ত’রা
- Statement: Officer in Charge, Sakhipur Police Station, Tangail