সাদা পাথর লুটে জামায়াতে ইসলামী ও স্থানীয় প্রশাসনকে জড়িয়ে কালের কন্ঠের নামের ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নামক পর্যটন স্পট থেকে পাথর লুটের ঘটনা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। এই ঘটনার প্রেক্ষিতে ‘সিলেটে সাদা পাথর লুট নেপথ্যে জামাত নেতা ও স্থানীয় প্রশাসন। বানিয়েছেন ৫০ কোটি টাকার প্রাসাদ’ শিরোনামে মূলধারার গণমাধ্যম কালের কন্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটের পর্যটন স্পট সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সেখানকার স্থানীয় প্রশাসনকে জড়িয়ে কালের কন্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে,  ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কন্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১১ আগস্ট, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কন্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কন্ঠের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, কালের কন্ঠের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

কালের কণ্ঠ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, ‘সিলেটে সাদা পাথর লুট নেপথ্যে জামাত নেতা ও স্থানীয় প্রশাসন। বানিয়েছে ৫০ কোটি টাকার প্রাসাদ’ শিরোনামে কালের কন্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img