নুসরাত ইমরোজ তিশার ছবি বিকৃত করে প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, অভিনেত্রী তিশার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাম্প্রতিক সময়ে প্রচারিত একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এই এডাল্ট ছবিটি তৈরি করা হয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে নুসরাত ইমরোজ তিশার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে গত ৩১ মে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টটিতে তিনি Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের তোলা তার সাম্প্রতিক ফটোশুটের কয়েকটি ছবি প্রচার করেছে। 

Screenshot: Facebook 

ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ফটো এ্যালবামের একটি ছবির সাথে তিশার আলোচিত ছবিটির বসার ভঙ্গি, চেহারার অভিব্যক্তি, পরিহিত কানের দুল এবং পারিপাশ্বিক অবস্থার হুবহু মিল রয়েছে। এছাড়াও আলোচিত ছবির পোশাকের রঙের সাথে উক্ত ছবিতে তার পরিহিতি শাড়ির রঙেরও মিল রয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।  

Image Comparison by Rumor Scanner

এছাড়াও তিশার ফেসবুক পেজটি ব্যতীত তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও উক্ত ছবির এ্যালবামটি খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, নুসরাত ইমরোজ তিশার নামে নামে ইন্টারনেট প্রচারিত এই এডাল্ট ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Nusrat Imrose Tisha Facebook Page Post
  • Nusrat Imrose Tisha Facebook Page Post
  • Nusrat Imrose Tisha Instagram Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img