বিদ্যা সিনহা সাহা মীম দাবিতে ভারতীয় অভিনেত্রীর সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের ছবি দাবিতে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের নয়। প্রকৃতপক্ষে, একজন ভারতীয় অভিনেত্রীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের ফেসবুক পেজইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে, Arshin Mehta নামক একজন ভারতীয় অভিনেত্রী ও মডেলের ফেসবুক পেজে গত ১৭ জুলাই প্রকাশিত পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত  ছবিগুলোর আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবিগুলোর সাথে এই ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবিগুলোতে থাকা নারীদের চেহারা ভিন্ন। 

Comparison: Rumor Scanner 

ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, ভারতীয় অভিনেত্রী আর্শিন মেহতার এসব ছবিতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিদ্যা সিনহা সাহা মীমের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে। 

আর্শিন মেহতার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ জুলাই প্রকাশিত পোস্টেও একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। 

সুতরাং, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img