কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নে এক হিন্দু পরিবারের পাঁচজন মুসলিম হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক হিন্দু পরিবার থেকে পাঁচ জন ইসলাম ধর্ম গ্রহণ করছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হারবাং ইউনিয়নে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নে এক হিন্দু পরিবার থেকে পাঁচ জন ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে “Md Rashel Chy” নামক একটি অ্যাকাউন্ট থেকে গত ০৪ জুন সন্ধ্যা ০৭ টা ০৮ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

Screenshot:  Facebook 

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। 

পরবর্তীতে অনুসন্ধানে ফেসবুকে উক্ত দাবিটি মিথ্যা বলে স্থানীয় কয়েকটি অ্যাকাউন্ট এবং পেজ থেকে প্রচারিত পোস্ট (, , ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টগুলোর একটিতে ‘Cox online barta- কক্স অনলাইন বার্তা’ নামক একটি পেজ থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট দেখা যায়।

Screenshot: Facebook

তবে, উক্ত পেজে এ সংক্রান্ত পোস্টটি পাওয়া যায়নি। পরবর্তীতে ‘Cox online barta- কক্স অনলাইন বার্তা’ পেজটির অ্যাবাউটে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। 

‘Cox online barta- কক্স অনলাইন বার্তা’ পেজের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে বলা হয়, “এটি সত্যি নয়। আমাদের এডমিন ভুল করে বিষয়টি ছড়িয়েছিল তাই আমরা সবার কাছে ক্ষমা চেয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য একটু পোস্ট করেছিলাম। চেয়ারম্যানের কল রেকর্ড সহ আমরা সবাইকে জানিয়ে দিয়েছি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”

তবে, ক্ষমা চেয়ে পোস্টটিতে দর্শক বাজে মন্তব্য করতে থাকায় এই পোস্টটিও ডিলিট করে দেওয়া হয় বলে রিউমর স্ক্যানারকে জানানো হয়। 

পরবর্তীতে তথ্যটি যাচাইয়ের জন্য হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটা মিথ্যা, ভিত্তিহীন।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক হিন্দু পরিবার থেকে পাঁচ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তব রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়া আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া, দাবিটি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়নের চেয়ারম্যা। তাছাড়া, গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, কক্সবাজারেী চকরিয়ার হারবাং ইউনিয়নে এক হিন্দু পরিবার থেকে পাঁচ জন ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Cox online barta- কক্স অনলাইন বার্তা- Facebook Page
  • Cox online barta- কক্স অনলাইন বার্তা Facebook Page admin Statement 
  • Harbang UP Chairman Statement 
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img