শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নন

সম্প্রতি “এশিয়ার মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নন বরং এশিয়া ও পৃথিবীর প্রথম নারী সরকার প্রধান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম BBC News এ ২০২০ সালের ২১ নভেম্বর “My trailblazing mother, the world’s first woman prime minister” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: BBC

এশিয়া ও পৃথিবীর প্রথম নারী সরকার প্রধান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের মেয়ে সুনেত্রা বন্দরনায়েকের এই সাক্ষাৎকারটি থেকে জানা যায়, ১৯৬০ এর দশকে তৎকালীন সিলন ও বর্তমান শ্রীলঙ্কার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে। তিনি কেবল শ্রীলঙ্কারই নন, আধুনিক বিশ্বেরই প্রথম নারী সরকার প্রধান ছিলেন। ১৯৫৯ সালে তার স্বামী সলোমোন বন্দরনায়েকের মৃত্যুর পর তিনি রাজনীতিতে পা দেন।

পরবর্তীতে আরেকটি ব্রিটিশ গণমাধ্যম The Guardian এ ২০১৩ সালের ২২ জুলাই “From the archive, 22 July 1960: Sri Lanka elects world’s first woman prime minister” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: theguardian

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, শ্রীমাভো বন্দরনায়েকে তার স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ছিলেন শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির নেতা। ১৯৪৭ সালে শ্রীলঙ্কা স্বাধীন হওয়ার পর তিনি ১৬ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে তৎকালীন সময়ে পৃথিবীর একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন।

এছাড়া মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে ২০১৬ সালের ২০ ডিসেম্বর “The solitude of female politicians in South Asia” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot Source: aljazeera

এই প্রতিবেদনটি থেকে জানা যায়, খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

মূলত, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো: নুরুল হক গত ৩১ আগস্ট, একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, খালেদা জিয়া এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, খালেদা জিয়া এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নয়। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। অপরদিকে এশিয়া মহাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার ১৬ তম প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে।

সুতরাং, এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img