সম্প্রতি, “কেউ শেয়ার না করে এড়িয়ে যাবেন না দয়া করে ।।আল্লাহ সুস্থ করুণ, আমিন।” শীর্ষক শিরোনামে একটি শিশু ও এক নারীর ছবি সংযুক্ত করে শিশুটিকে বাংলাদেশী সায়মা দাবিতে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশু সায়মা নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এটি ভারতের রোগাক্রান্ত এক শিশুর ছবি।
অনুসন্ধানের মাধ্যমে ফেসবুকে গত ১৮ সেপ্টেম্বর ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর অফিশিয়াল পেজে “My newborn baby, whose life hasn’t even begun yet, is battling a deadly disease in the NICU.” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে একই পেজে গত ৩ অক্টোবর প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে Ketto এর এ সংক্রান্ত পূর্বের পোস্টের শিশু এবং নারীকে দেখা যায়। উক্ত নারী বলেন, তার নাম সোনি। তার বাচ্চা হার্টের সমস্যায় ভুগছে এবং সে এখন হাসপাতালে ভর্তি। সুস্থ হওয়ার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তার বাচ্চা অসুস্থ হওয়ার পর থেকে তার স্বামী কাজে যেতে পারছেন না। তাই তাদের সাহায্য প্রয়োজন।
এছাড়া, সাম্প্রতিক সময়ে সায়মা নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ ও নগদ নাম্বারে যথাক্রমে (01953269301, 01732198947, 01953269301) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
মূলত, ছবিটি ভারতের এক শিশুর। শিশুটি হার্টের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু ভারতীয় এই শিশুর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশি রোগাক্রান্ত শিশু সায়মার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশুকে বাংলাদেশী শিশু সায়মা দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।