অ্যাগুয়েরোর বিষয়ে টনি ক্রুসের টুইট দাবিতে ভুয়া এক্স পোস্টের স্ক্রিনশট প্রচার

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ টুর্নামেন্টের শেষ ষোল’তে ওঠার লড়াইয়ের দুই লেগের প্রথম লেগে গত ১২ ফেব্রুয়ারিতে ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেষ্টার সিটি। ম্যাচটি শুরু হওয়ার আগে সাবেক ম্যানসিটি তারকা ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো একটি পডকাস্টে বলেছিলেন, ম্যাচটি যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে তিনি তার অণ্ডকোষ কেটে ফেলবেন, এমন দাবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য যে, উক্ত দাবিটির সত্যতা রিউমর স্ক্যানার টিম স্বতন্ত্রভাবে নিশ্চিত করেনি। পরবর্তীতে ম্যাচটি ৩-২ গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। এরই প্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার টনি ক্রুসের এক্স অ্যাকাউন্টে পোস্টকৃত টুইট দাবিতে একটি টুইট বা এক্স পোস্টের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হয়, “Sir Toni Kroos on Twitter !!”।

প্রচারিত পোস্টটিতে দেখা যায়, “Aguero🍒?” লেখা রয়েছে। অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে যে টনি ক্রুস নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অ্যাগুয়েরোর অণ্ডকোষের ব্যাপারে জানতে চেয়ে পোস্ট করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সার্জিও আগুয়েরোর বিষয়ে জানতে চেয়ে টনি ক্রুস এক্সে (সাবেক টুইটার) সম্প্রতি কোনো পোস্ট করেননি। প্রকৃতপক্ষে এক্স পোস্টের ভুয়া স্ক্রিনশট তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সার্জিও অ্যাগুয়েরোর বিষয়ে টনি ক্রুসের এরূপ কোনো এক্স পোস্ট করার বিষয়ে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। টনি ক্রুস আসলেই এরূপ কোনো এক্স পোস্ট করে থাকলে তা বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে যেত কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেই কোনো সংবাদ পাওয়া যায়নি।

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায়, দাবিকৃত এক্স পোস্টটির কেবলমাত্র একটি সংস্করণই প্রচার করা হচ্ছে যেখানে ৫৯৮টি রিটুইট, ৩ হাজার কোট টুইট ও ৬৭.৯ হাজার লাইক থাকতে দেখা যায়৷ কিন্তু টনি ক্রুস আসলেই আলোচিত বিষয়ে এরূপ কোনো পোস্ট করে থাকলে তার একাধিক সংস্করণ পাওয়া যেত।

Comparison : Rumor Scanner

এছাড়া, প্রচারিত এক্স পোস্টটি লক্ষ্য করলে তাতে কয়েকটি অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে এক্সে টনি ক্রুসের অ্যাকাউন্টের নাম “Toni Kroos” হলেও প্রচারিত এক্স পোস্টের স্ক্রিনশটে এটি ‘Toni kroos’. অর্থাৎ, ‘K’ অক্ষরটি প্রকৃতপক্ষে বড় হাতের অক্ষর হলেও প্রচারিত স্ক্রিনশটে এটি ছোট হাতের। এছাড়া ইন্টারফেসেও পার্থক্য রয়েছে। এসব বিষয় থেকেও নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত স্ক্রিনশটটি প্রকৃতপক্ষে ভুয়া এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

Comparison : Rumor Scanner

প্রকৃতপক্ষে উক্ত এক্স পোস্টটি অনলাইনে থাকা ভুয়া টুইট জেনারেটর ওয়েবসাইট দিয়ে তৈরি করা হয়েছে। এরকমই একটি ওয়েবসাইট দিয়ে রিউমর স্ক্যানার টিমও টনি ক্রুসের নামে আলোচিত এক্স পোস্টটির অনুরূপ একটি ভুয়া এক্স পোস্ট তৈরি করে দেখেছে যে, এটি আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটির সাথে হুবহু সদৃশ হয়।

সুতরাং, সার্জিও অ্যাগুয়েরোর অণ্ডকোষের বিষয়ে সম্প্রতি টনি ক্রুস এক্সে (সাবেক টুইটার) টুইট বা এক্স পোস্ট করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Toni Kroos – X Account
  • Rumor Scanner’s analysis

আরও পড়ুন

spot_img