সম্প্রতি, মেক্সিকান সিনেটর আন্তোনিও গার্সিয়া কোনেজোর নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
যা দাবি করা হচ্ছে
আন্তোনিও গার্সিয়া কোনেজোর একটি ছবি ব্যবহার করে দাবি করা হচ্ছে, ‘ইনি মেক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদ ডিবেটে অংশগ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুলে ফেলেন। তার যুক্তি, আপনারা আমাকে দেখে লজ্জা পাচ্ছেন, তাই না? লজ্জা তখন পান না যখন রাস্তায় কোন গরীব অসহায় ক্ষুধার্ত মানুষ পয়সার অভাবে খালি পায়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, আর আপনি তাদের দেখে অবলীলায় পাশ কাটান অথচ ওদেরই শোষন করে আমি আপনি আজ সংসদের সদস্য।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেক্সিকোর সংসদ সদস্য আন্তোনিও গার্সিয়ার রাস্তার গরিব-অসহায় মানুষদের নিয়ে সংসদে কথা বলার সময় নিজের সব কাপড় খুলে অর্ধনগ্ন হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ২০১৩ সালে মেক্সিকোর সংসদে পাশ পাওয়া একটি বিতর্কিত জ্বালানি আইনের বিরোধিতা করে তিনি নিজের জামা-কাপড় খুলে ফেলেছিলেন।
দাবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম BBC News এর ওয়েবসাইটে ২০১৩ সালের ১৩ ডিসেম্বর “Mexican Congress approves controversial oil and gas bill” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির শিরোনাম থেকে নিশ্চিত হওয়া যায়, এই ছবির ব্যক্তি মেক্সিকোর পার্লামেন্ট সদস্য আন্তোনিও গার্সিয়া।
পরবর্তীতে প্রতিবেদনটি বিশ্লেষণ করে জানা যায়, ২০১৩ সালে মেক্সিকোর কংগ্রেস একটি বিতর্কিত আইনের অনুমোদন দেয়। এর ফলে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেলখাত বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্ত হয়ে যায়।
পাশ হওয়া এই আইন অনুযায়ী, বেসরকারি তেল ও গ্যাস কোম্পানিগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেমেক্সের সাথে লভ্যাংশ বিনিময়ের মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান করতে পারবে। তবে পার্লামেন্টের বিরোধী আইনপ্রণেতারা এই বিলের তীব্র বিরোধিতা করে।
এরই ধারাবাহিকতায় দেশটির পার্লামেন্টের তৎকালীন বিরোধী দল ডেমোক্রেটিক রেভ্যুলেশন পার্টি (পিআরডি)’র সংসদ সদস্য আন্তোনিও গার্সিয়া নিজের জামা-কাপড় খুলে এই বিল প্রত্যাখ্যান করেন।
পাশাপাশি তিনি বলেন, ‘এভাবেই আপনারা দেশকে নগ্ন করছেন। লাভ কোথায়? আমি লজ্জিত নই, আপনারা যা করছেন তা লজ্জার।’
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম Wall Street Journal এ ২০১৩ সালের ১২ ডিসেম্বর “Mexico Congress Passes Historic Energy Bill” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৩ সালে মেক্সিকোর পার্লামেন্টে দেশটির তৎকালীন সরকার রাষ্ট্র নিয়ন্ত্রিত তেলখাতে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে একটি বিতর্কিত আইনের অনুমোদন দেয়। তবে সে সময়ে এই আইনের বিরোধিতা করে দেশটির পার্লামেন্টের বিরোধী দলগুলো। এরই ধারাবাহিকতায় আন্তোনিও গার্সিয়া কোনেজো নামে একজন বিরোধী দলীয় সংসদ সদস্য নিজের জামা-কাপড় খুলে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এই ভাবে আপনারা দেশকে নগ্ন করছেন। লাভ কোথায়? আমি লজ্জিত নই, আপনারা যা করছেন তা লজ্জার।’ অনুসন্ধানে দেখা যায়, আন্তোনিও গার্সিয়ার জামা-কাপড় খুলে প্রতিবাদ করার এই ছবিটিকেই পরবর্তীতে ব্যবহার করে পার্লামেন্টে তার বক্তব্য দাবিতে ‘আপনারা আমাকে দেখে লজ্জা পাচ্ছেন, তাই না? লজ্জা তখন পান না যখন রাস্তায় কোন গরীব অসহায় ক্ষুধার্ত মানুষ পয়সার অভাবে খালি পায়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, আর আপনি তাদের দেখে অবলীলায় পাশ কাটান অথচ ওদেরই শোষন করে আমি আপনি আজ সংসদের সদস্য।’ শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হচ্ছে।
সুতরাং, মেক্সিকান সংসদ সদস্য আন্তোনিও গার্সিয়া কোনেজোর জামা-কাপড় খুলে গরিব-অসহায়দের নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি দাবিতে সম্পূর্ণ বিভ্রান্তিকর।