সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে উদ্ধৃত করে ‘ডিগ্রী অনুযায়ী ডাক্তারদের ফ্রি নির্ধারণ করার উদ্যোগ গ্রহণ করা হবে’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে উদ্ধৃত ডিগ্রি অনুযায়ী চিকিৎসকদের ফি নির্ধারণ করার দাবিটি সঠিক নয় বরং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বৈঠকে দেয়া ১৪ দফার একটি দাবিকে বিকৃত করে নূরজাহান বেগম এর মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
Helal Uddin নামের একটি ফেসবুক পেজ থেকে গত ০৯ সেপ্টেম্বর তারিখে আলোচিত দাবিতে সম্ভাব্য সর্বপ্রথম পোস্টটি করা হয়। পোস্টটির ক্যাপশনে “#BMW সম্পর্কে দশটি অজানা তথ্য…” নামের সাম্প্রতিক সময়ের একটি বহুল জনপ্রিয় ক্যাপশন লিখে কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে নূরজাহান বেগমের উক্ত মন্তব্যের বিষয়ে আলোচিত দাবির সপক্ষে বিশ্বস্ত সূত্রে কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য নূরজাহান বেগম আলোচিত মন্তব্যটি না করলেও সাম্প্রতিক সময়ে তার সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বৈঠকে দেয়া ১৪ দফার একটি দাবি ছিল চিকিৎসকদের ফি কমানো। মূলধারার সংবাদমাধ্যম কালবেলাতে গত ০৯ সেপ্টেম্বর আগস্ট তারিখে “স্বাস্থ্য উপদেষ্টাকে এনডিপির ১৪ দফা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৮ সেপ্টেম্বর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি স্বাস্থ্য খাতের দুর্নীতি কমানো ও উন্নয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ১৪ দফা প্রস্তাবনা দিয়েছে। ১৪ দফার ০৫ নং দাবি ছিল “মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় চিকিৎসককে ফি কমানো এবং অপ্রয়োজনীয় ডায়াগনোসিস পরিহার করার জন্য অনুরোধ করতে হবে।”
অর্থাৎ, নূরজাহান বেগম ডিগ্রি অনুযায়ী চিকিৎসকদের ফি নির্ধারণ করা প্রসঙ্গে আলোচিত দাবি সমর্থিত কোনো মন্তব্য করেননি।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমকে উদ্ধৃত করে ‘ডিগ্রী অনুযায়ী ডাক্তারদের ফ্রি নির্ধারণ করার উদ্যোগ গ্রহণ করা হবে’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- Kalbela স্বাস্থ্য উপদেষ্টাকে এনডিপির ১৪ দফা
- Rumor Scanner’s Own Analysis