সম্প্রতি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শায়খ আহমাদুল্লাহ সুস্থ আছেন এবং অসুস্থতার দাবিতে প্রচারিত ছবিটি ২০২৩ সালের।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে প্রেজেন্ট নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে ২০২৩ সালের ০৬ সেপ্টেম্বর ‘শায়খ আহমাদুল্লাহর অসুস্থতা নিয়ে যা জানা গেল’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের সাথে সংযুক্ত ছবিটির সাথে শায়খ আহমাদুল্লাহ অসুস্থ দাবিতে প্রচারিত ছবিটি হুবহু মিলে যায়। অর্থাৎ, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম কালবেলা এর ওয়েবসাইটে একই দিনে অর্থাৎ ২০২৩ সালের ০৬ সেপ্টেম্বর ‘শায়খ আহমাদুল্লাহর অসুস্থতা নিয়ে যা জানা গেল’ শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বরে শায়খ আহমাদুল্লাহ’র শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে ২০২৩ সালের ০৫ সেপ্টেম্বর শায়খ আহমাদুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়।
এছাড়াও, কি ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে শায়খ আহমাদুল্লাহ’র অসুস্থতা সংক্রান্ত কোনো তথ্য ও সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, শায়খ আহমাদুল্লাহ’র সুস্থতার বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি সুস্থ আছেন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সুতরাং, শায়খ আহমাদুল্লাহ’র ২০২৩ সালের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সম্প্রতি তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Present News: শায়খ আহমাদুল্লাহর অসুস্থতা নিয়ে যা জানা গেল
- Kalbela: শায়খ আহমাদুল্লাহর অসুস্থতা নিয়ে যা জানা গেল
- Statement from As Sunnah Foundation
- Rumor Scanner’s Own Research