সম্প্রতি, “দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি” শীর্ষক শিরোনামে একটি সংবাদ দেশের একাধিক গণমাধ্যম সহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন একুশে টিভি, নয়া দিগন্ত, ডেইলি সান, এসএ টিভি, দৈনিক বাংলা, নিউজ বাংলা২৪, বিজনেস ইনসাইডার, এবিনিউজ২৪, একুশে সংবাদ, আই নিউজ, তরঙ্গ নিউজ।
উক্ত দাবিতে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সংবাদ প্রকাশ করলেও পরবর্তীতে তা সরিয়ে নেয়।
একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্টসহ অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি করার তথ্যটি সঠিক নয়। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ তথ্যটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
আজ (২৩ মার্চ) একাত্তর টেলিভিশনের হিলি স্থলবন্দরের সংবাদকর্মী এমডি সোহেল রানার একটি ফেসবুক পোস্ট (আর্কাইভ) রিউমর স্ক্যানার টিমের নজরে আসে। যেখানে তিনি দেশের একাধিক গণমাধ্যমে ‘হিলি স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে উল্লেখ করে।
তার পোস্টের সূত্র ধরে উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো পড়ে দেখে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায় গণমাধ্যমগুলো উক্ত সংবাদের সূত্র হিসেবে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপের নাম উল্লেখ করেছে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, সোহরাব হোসেন প্রতাপ পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে উক্ত দাবিতে বাসস, নয়া দিগন্ত ও নিউজ বাংলা২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের লিংক গিয়ে সংবাদটি খুঁজে পেতে ব্যর্থ হয় রিউমর স্ক্যানার টিম। অর্থাৎ গণমাধ্যমগুলো তাদের সংবাদটি সরিয়ে নেয়। যার দরুন সংবাদটির সত্যতা নিয়ে রিউমর স্ক্যানার টিমের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরবর্তীতে বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য হিলি স্থলবন্দরের পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এই সংবাদটি ভুয়া। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কোনো পেঁয়াজ আসেনি। এছাড়া সাংবাদিকরা আমার কাছ থেকে কোনো সাক্ষাৎকার নেননি।”
মূলত, গত ২১ ও ২২ মার্চ দেশীয় একাধিক গণমাধ্যম সহ ইন্টারনেটে “দিনাজপুর স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে” শীর্ষক দাবিতে একটি সংবাদ প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে, ২০ মার্চ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনোপেঁয়াজ আমদানি করা হয়নি। হিলি স্থলবন্দরের পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বিষয়টি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো ৩০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
সুতরাং, ২০ মার্চ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি মিথ্যা।
তথ্যসূত্র
- Md Sohel Rana : Facebook Post
- Statement of Sohrab Hossain Pratap Mallick, Public Relations Officer, Hilli Panama Port.
হালনাগাদ/ Update
২৫ মার্চ ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে এসএ টিভি’র ওয়েবসাইটে প্রকাশিত একই দাবি সম্বলিত প্রতিবেদন আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত প্রতিবেদনটিকে দাবি হিসেবে যুক্ত করা হলো।