লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ইতালিতে ৪৫ হাজার লোক নেওয়ার গুজব

সম্প্রতি, একটি আবেদন ফর্মের  ছবি ‍যুক্ত করে মন্তব্যের ঘরে আবেদনের লিংক দিয়ে ক্যাপশনে ‘লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি। অনলাইনে আবেদন শুরু হয়েছে।’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

লটারিতে

Bangladesh Education & Job News’ নামক ফেসবুক পেজ থেকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)

একই ফেসবুক পেজ থেকে একই দাবিতে আরও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কিইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

অন্যান্য ফেসবুক অ্যকাউন্ট ও পেজ থেকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কিইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ইতালিতে ৪৫ হাজার লোক নেওয়ার  তথ্যটি সঠিক নয় বরং, ২০২৩ সালে ইতালি সরকার কোভিড মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে তিন বছরে (২০২৩-২০২৫) ধাপে ধাপে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে। সেখানে ইউরোপীয় দেশ ব্যতীত বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ মিলে মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়া হবে বলে জানানো হয়। তবে সেই পরিকল্পনায় এসব বিদেশি শ্রমিককে লটারিতে বিনামূল্যে নেওয়া হবে এরকম কিছু বলা হয় নি। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবির বিষয়ে পোস্টগুলোর মন্তব্যের ঘরে দেওয়া লিংকে ক্লিক করলে কোনো নির্দিষ্ট আবেদন ফর্ম পাওয়া যায় না, এমনকি ‘লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি’ দাবির বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায় না। 

এই বিষয়ে অনুসন্ধানে ইতালির,ইতালি সরকার কর্তৃক অনুমোদিত ফার্ম (প্রতিষ্ঠান) ‘Arletti & Partners’ এর ওয়েবসাইটে গত ২০২৩ সালের ৫ অক্টোবর ‘Entry Flows Italy: the three-year planning decree for 2023-2025 is published on the Official Gazzette’ শিরোনামের একটি ঘোষণা পাওয়া যায়। 

সেখানে উল্লেখ করা হয়, ইতালি সরকার ২০২৩ সালের ৬ জুলাই বিলটি প্রাথিমিকভাবে অনুমোদন দেয়। এবং একই বছরের ৩ অক্টোবর অফিসিয়ালি বিলটি কার্যকর হয়।

জানা যায়, অফিসিয়াল গেজেটে প্রকাশিত বিলটিতে সামগ্রিক কোটায় বিদেশী নাগরিকদের মৌসুমী এবং অ-মৌসুমী কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থানের জন্য তিন বছরে ৪৫২,০০০ জন শ্রমিকের প্রবেশের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২০২৩ সালে এক লাখ ৩৬ হাজার জন। ২০২৪ সালে এক লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে এক লাখ ৬৫ হাজার জন শ্রমিক রয়েছেন।

আরও জানা যায়, মৌসুমী কাজের জন্য সামগ্রিক কোটার মধ্যে, ইতালির সাথে সহযোগিতা চুক্তি প্রয়োগকারী দেশগুলোলর নাগরিকরা কৃষি ও হোটেল পর্যটন খাতে মৌসুমী কর্মসংস্থানের জন্য ইতালিতে যেতে পারবে। এর মধ্যে ২০২৩ সালে ৮২ হাজার ৫৫০ জন। ২০২৪ সালে ৮৯ হাজার ৫০ জন এবং ২০২৫ সালে ৯৩ হাজার ৫৫০ জন।

এই বিষয়ে  ‘Arletti & Partners’ এর ওয়েবসাইটে গত ১ ফেব্রুলারী ‘Italy Flows Decree 2024: click days for the entry of non-EU citizens postponed to March’ শিরোনামের আরও একটি ঘোষণা পাওয়া যায়।

জানা যায়, ২০২৪ সালের জন্য প্রাথমিকভাবে ৫, ৭ ও ১২ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার সময়সূচি নির্ধারণ করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ১৮, ২১ ও ২৫ মার্চ করা হয়েছে।

ঘোষণা পত্রটিতে উল্লেখ করা হয়,  ১৮ মার্চ সকাল ৯:০০ টা থেকে: ইতালির সাথে সহযোগিতা চুক্তি রয়েছে এমন দেশগুলোর নাগরিকদের অ-মৌসুমী অধস্তন কর্মসংস্থানের জন্য আবেদন জমা দেওয়ার সময়।

২১ শে মার্চ সকাল ৯:০০ টা থেকে: পরিবার ও সামাজিক স্বাস্থ্যসেবা খাতসহ অন্যান্য নাগরিকদের জন্য অ-মৌসুমী অধস্তন কর্মসংস্থানের জন্য আবেদন জমা দেওয়ার সময়।

২৫ মার্চ সকাল ৯টা থেকে: মৌসুমি শ্রমিকদের জন্য আবেদনপত্র দাখিল।

অর্থাৎ, ২০২৪ সালের জন্য দেশটিতে শ্রমিক হিসেবে যাওয়ার আবেদনের মেয়াদ শেষ।

এই বিষয়ে রিউমর স্ক্যানার গত ৫ মে ‘শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে মোট ৪ লক্ষ ৫২ হাজার লোক নিবে ইতালি’ শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ইতালি সরকার কোভিড মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে কোটা ভেদে ইউরোপের নাগরিক নয়-এমন ৪ লাখ ৫২ হাজার শ্রমিক ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ইতালিতে নেওয়া হবে। আরও জানা যায়, ইতালি সরকার ২০২৭ সালের মধ্যে ১০টি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা ইউরোপের নাগরিক নন।

এছাড়াও, ভিন্ন ভিন্ন কি-ওয়ার্ড সার্চ করেও ‘লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি’ দাবির বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

মূলত, ইতালি সরকার ২০২৩ সালে কোটা ভেদে তিন বছরে (২০২৩-২০২৫) ইউরোপীয় দেশ ব্যতীত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধাপে ধাপে সর্বমোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনার কথা জানায়। সেই পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ২০২৪ সালে এক লাখ ৫১ হাজার লোক নেওয়ার কথা বলা হলেও কোথাও  লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে এমন কোনো তথ্য সেখানে ছিল না। এছাড়া প্রচারিত পোস্টগুলোতে ইতালির যাওয়ার জন্য একটি আবেদনের জন্য লিংক প্রদান করা হলেও লিংকটিতে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। বরং ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি এ বিষয়ে শ্রমিকদের সরাসরি আবেদনের সুযোগ নেই। শ্রমিকের পক্ষে নিয়োগদাতাকে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

সুতরাং, লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img