সময় টিভি’র ভুয়া ফটোকার্ডে ‘মোয়ে মোয়ে’ করায় প্রেমিকাকে খুনের মিথ্যা সংবাদ প্রচার

সম্প্রতি, “মোয়ে মোয়ে করা নিয়ে ঝগড়ার সূত্রপাত অতঃপর ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে খুন করলো প্রেমিক” শীর্ষক শিরোনামে সময় টিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

মোয়ে মোয়ে

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মোয়ে মোয়ে করা নিয়ে ঝগড়ার সূত্রপাত অতঃপর ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে খুন করলো প্রেমিক’ শীর্ষক তথ্য বা শিরোনামে মূলধারার গণমাধ্যম সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং সম্প্রতি এমন কোনো ঘটনাও ঘটেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সময় টিভি’র ফটোকার্ডের ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে সময় টিভির অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভির ওয়েবসাইটেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত সময় টিভির ফটোকার্ডে থাকা ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন গণমাধ্যম নিউজ বাংলা২৪ এ গতবছরের ৩১ ডিসেম্বর “ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জেরে অটোচালক খুন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর মাগুরায় ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জেরে জনাব আলী বিশ্বাস নামের এক অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। রাঘবদাইড় ইউনিয়নের পাকা-কাঞ্চনপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ৫০ বছর বয়সী নিহত জনাব আলী বিশ্বাস পাকা-কাঞ্চনপুর গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।

উক্ত প্রতিবেদনে থাকা ছবি এবং আলোচিত সময় টিভির ফটোকার্ডে থাকা ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

এছাড়া, আলোচিত সময় টিভির ফটোকার্ডে প্রচারিত বিষয়টি নিয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করলে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে কোনো নির্ভরযোগ্য সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি সার্বিয়ার সুরকার ও গায়িকা তেয়া দোরা গাওয়া ‘মোয়ে মোয়ে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। এরই প্রেক্ষিতে সময় টিভির ফটোকার্ডের আদলে ‘মোয়ে মোয়ে করা নিয়ে ঝগড়ার পর প্রেমিকাকে খুন করেছে প্রেমিক’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেনি এবং সময় টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গতবছরের ভিন্ন একটি ঘটনার ছবি ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ফটোকার্ডের আদলে তৈরি ভুয়া ফটোকার্ডে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও সময় টিভির ফটোকার্ডে ভুল তথ্য প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার। 

সুতরাং, ‘মোয়ে মোয়ে’ করায় প্রেমিক কর্তৃক প্রেমিকাকে খুন করার তথ্যটি ভুয়া এবং সময় টিভির ফটোকার্ডের আদলে প্রচারিত ফটোকার্ডটিও বানোয়াট।  

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img