পুলিশ ও সেনাবাহিনী বিএনপির পক্ষ নেওয়া এবং সেনাবাহিনীর ভোট বর্জনের লিফলেট বিতরণ শীর্ষক ভুয়া দাবি ইউটিউবে 

সম্প্রতি, বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণ করছে সেনাবাহিনী পুলিশ বিএনপির পক্ষ নিল– শীর্ষক শিরোনামে এবং ভোট বর্জনের লিফলেট বিতরণ করছে সেনাবাহিনী। হঠাৎ পুলিশ সেনাবাহিনী বিএনপির পক্ষ নিল– থাম্বনেইলে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড‌ভো‌কেট নিপুণ রায় চৌধুরী রাস্তায় লিফলেট বিতরণ করছেন ও পুলিশের সাথে জনতার বাকবিতণ্ডার একটি ভিডিও ক্লিপ এবং একটি জনসমাবেশে ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে একজনকে বক্তব্য দিতে দেখা যায়।

লিফলেট বিতরণ

ইউটিউবে প্রচারিত এই ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবি সম্বলিত ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের জন্য সেনাবাহিনী কর্তৃক লিফলেট বিতরণ এবং বিএনপির পক্ষে পুলিশ ও সেনাবাহিনীর কাজ করার দাবিগুলো সঠিক নয় বরং বিএনপির নেত্রী নিপুণ রায়ের সেনাবাহিনীকে লিফলেট বিতরণের ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। এর সাথে অপ্রাসঙ্গিক কিছু ক্লিপ যুক্ত করে অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড‌ভো‌কেট নিপুণ রায় চৌধুরীকে রাস্তায় লিফলেট বিতরণ করতে দেখা যায়। পরবর্তীতে অনুসন্ধানে গত ০৩ জানুয়ারি বিএনপি’র অফিসিয়াল ফেসবুক পেজে “ঢাকা জেলা || ৩ জানুয়ারি ২০২৪, বুধবার। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির লিফলেট বিতরণ।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

Video Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নিপুণ রায় চৌধুরী রাস্তায় লিফলেট বিতরণ করছেন। তখন রাস্তায় টহলরত সেনাবাহিনীর সদস্যদেরও তিনি লিফলেট প্রদান করেন। তবে, সেনাবাহিনীর সদস্যদের দ্বারা কোনো লিফলেট বিতরণ করতে দেখা যায়নি। 

এ বিষয়ে সেসময় ‘ঢাকা প্রকাশ’ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৩ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লিফলেট বিতরণ শেষে ফেরার পথে সেনাবাহিনীকেও এই লিফলেট বিতরণ করেন নিপুণ রায় চৌধুরী।

অর্থাৎ, সেনাবাহিনীর সদস্যদের নিপুণ রায় চৌধুরী লিফলেট দিয়েছেন, সেনাবাহিনী কাউকে লিফলেট বিতরণ করেনি। 

এছাড়া, ভিডিওতে বাকি যে ক্লিপগুলো ব্যবহার করা হয়েছে তাতে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি এবং সেনাবাহিনীর বিষয়ে কোনো তথ্যও উল্লেখ পাওয়া যায়নি।

তাছাড়া, অনুসন্ধানে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্রগুলোতে উক্ত দাবিগুলোর বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। 

মূলত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে দলটি। এরই মধ্যে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছে সেনাবাহিনী হঠাৎ পুলিশ সেনাবাহিনী বিএনপির পক্ষ নিল- শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। বিএনপি নেত্রী নিপুণ রায়ের সেনাবাহিনীকে লিফলেট বিতরণের একটি ভিডিও ব্যবহার করে আলোচ্য দাবিটি (সেনাবাহিনী বিএনপির পক্ষে লিফলেট বিতরণ করছে) প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার টিম। এর সাথে অপ্রাসঙ্গিক কিছু ক্লিপ যুক্ত করে অধিক ভিউ পাওয়ার আশায় আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। 

সুতরাং, পুলিশ ও সেনাবাহিনী বিএনপি’র পক্ষ নিয়েছে এবং সেনাবাহিনী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছে প্রচারিত দাবিগুলো মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img