বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি “এবার সেনাবাহিনী পাঠাচ্ছে জাতিসংঘ আর রক্ষা নাই,ফেঁসে গেলো প্রধানমন্ত্রী” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী পাঠানোর কোনো ঘটনা ঘটেনি বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও সম্পাদনার মাধ্যমে চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করে দাবিটি প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে শুরুতেই জাতিসংঘের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। তবে জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনী পাঠানো সংক্রান্ত কোনো তথ্য তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গত ১৩ নভেম্বর Wow 10 নামক একটি ফেসবুক পেজ থেকে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ছবি ও ভিডিও নিয়ে তৈরি একটি ভিডিও প্রতিবেদন। ভিডিওটির কোথাও জাতিসংঘ সেনাবাহিনী পাঠাচ্ছে শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। তাছাড়া ভিডিওটির বিস্তারিত সংবাদপাঠের অংশেও এমন তথ্য উল্লেখ করা হয়নি।
ভিডিওটি’র শুরুতে দুইটি সংবাদ প্রতিবেদন এবং একটি ভিডিওর খন্ডাংশ দেখানো হয় এবং দাবিটি প্রসঙ্গে ভিডিওটির প্রতিবেদক বলেন,’বাংলাদেশের নির্বাচনকে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের ১৪ জন সদস্য জাতিসংঘে চিঠি দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে…।’
অর্থাৎ, ভিডিওটির থাম্বনেইলে উল্লেখিত তথ্যের সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটিতে আলোচিত দাবিটি প্রসঙ্গে তিনটি ভিডিও দেখানো হয়৷
প্রথম ভিডিও যাচাই
আলোচিত ভিডিওটিতে উল্লেখিত Bangla Vision এর লোগোর সূত্র ধরে অনুসন্ধানে গত ১২ নভেম্বর BVNEWS24 নামক ইউটিউব চ্যানেলে “জাতিসংঘের সদস্য দেশগুলোকে বাংলাদেশের কাছে জবাবদিহিতা চাইতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল” শীর্ষক শিরোনামে প্রকাশিত অনুরূপ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির খণ্ডাংশ আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে যুক্ত করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতির জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাইতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু প্রতিবেদনের কোথাও আলোচিত দাবিটি প্রসঙ্গে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই উক্ত ভিডিওটিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে যুক্ত করা হয়েছে।
দ্বিতীয় ভিডিও যাচাই
দ্বিতীয় ভিডিওটির অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে গত ২৮ জুলাই Jamuna Television এর ইউটিউব চ্যানেলে “বাংলাদেশের নির্বাচনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান। US BD।EU। Jamuna TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত অনুরূপ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে অবাদ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের ১৪ পার্লামেন্টের সদস্য।
ভিডিও প্রতিবেদনের কোথাও জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনী পাঠানোর বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তৃতীয় ভিডিও যাচাই
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ভিডিওটির পেছনে থাকা UK Kashba TV News লিখার সূত্র ধরে অনুসন্ধানে গত ১২ নভেম্বর UK Kashba TV নামক ইউটিউব চ্যানেলে “বাংলাদেশ স*র*কা*র*কে আন্তর্জাতিক আ*দা*ল*তে-বি*চা*রে*র দাবী॥Syed Mashuk॥UK Kasba TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় ভিডিওতে চ্যানেলটির উপস্থাপক জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ১২ নভেম্বর “মানবাধিকার লঙ্ঘন: বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলল অ্যামনেস্টি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে শোনান। তবে উক্ত প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা তথ্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
উপরিউক্ত ভিডিওগুলো পর্যবেক্ষণের মাধ্যমে এটি স্পষ্ট যে কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে সম্পাদনার মাধ্যমে এই ভিডিওগুলো যুক্ত করা হয়েছে।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে “এবার সেনাবাহিনী পাঠাচ্ছে জাতিসংঘ আর রক্ষা নাই,ফেঁসে গেলো প্রধানমন্ত্রী” শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে যে জাতিসংঘ কর্তৃক সেনাবাহিনী পাঠানো বিষয়ক কোনো ঘটনা ঘটেনি বরং অধিকতর ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।এছাড়া জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জাতিসংঘ কর্তৃক সেনাবাহিনী পাঠানোর দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- UN : Website
- UN : Facebook Page
- BVNEWS24 : জাতিসংঘের সদস্যদেশগুলোকে বাংলাদেশের কাছে জবাবদিহিতা চাইতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- Jamuna Television : বাংলাদেশের নির্বাচনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান। US BD।EU। Jamuna TV
- UK Kashba TV : বাংলাদেশ স*র*কা*র*কে আন্তর্জাতিক আ*দা*ল*তে-বি*চা*রে*র দাবী॥Syed Mashuk॥UK Kasba TV
- Prothom Alo : মানবাধিকার লঙ্ঘন: বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি চাইতে বলল অ্যামনেস্টি