ক্ষমাচেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জারির ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, “ক্ষমাচেয়ে পদত্যাগের ঘোষণা দিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জরুরী অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার জারি” শীর্ষক শিরোনামে  ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

 হাসিনার পদত্যাগ

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জারি করারও কোনো ঘটনা ঘটেনি বরং পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি (আর্কাইভ)পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আজ (২১ নভেম্বর) Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ৩ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটি প্রচার করা হয়। আলোচিত ভিডিওটিতে দাবিটি প্রসঙ্গে তিনটি ভিডিও দেখানো হয়। 

১ম ভিডিও যাচাই 

আলোচিত ভিডিওটিতে থাকা প্রথম ভিডিওটির অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে ২০২০ সালের ২৪ মার্চ এনটিভি’র ইউটিউব চ্যানেলে “আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনের ১১ সেকেন্ড থেকে ১৭ সেকেন্ড পর্যন্ত অংশটুকু আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

Video Comparison by Rumor Scanner

২০২০ সালে প্রকাশিত উক্ত প্রতিবেদনে করোনাভাইরাসে সন্দেহভাজন যারা সরকারের নির্দেশ মানছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে সেসময়  সেনাবাহিনীর মাঠে নামার  তথ্য দেওয়া হয়।

২য় ভিডিও যাচাই 

দ্বিতিয় ভিডিওটির অনুসন্ধানে প্রতিবেদকের বলা তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২০ সালের ২৪ মার্চ সময় টিভি’র ইউটিউব চ্যানেলে “কোয়ারেন্টিন নিশ্চিতে মাঠে নামছে সেনাবাহিনী। Bangladesh আরম্য। Somoy Tv। #Stayhome #Withme” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের ৫ সেকেন্ড থেকে ১২ সেকেন্ড পর্যন্ত অংশটুকু আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

উক্ত প্রতিবেদনে ২০২০ সালে করোনার ভয়াবহতা মোকাবেলায় করোনো রোগীদের কোয়ারেন্টিন নিশ্চিতে সেনাবাহিনী মাঠে নামার বিষয়ে তথ্য দেওয়া হয়।

৩য় ভিডিও যাচই 

অনুরূপভাবে অনুসন্ধানে গত ১৯ নভেম্বর ‘1A News’ নামক একটি ইউটিউব চ্যানেলে “হাসিনা কি সেনাবিদ্রোহের ভয়ে ভীত।। 1A News।। The Untold” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

উক্ত ভিডিওটিতে উপস্থাপক দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে কিছু ধারণা বা সন্দেহমূলক কথা বলেন।

উপরোক্ত তিনটি ভিডিও ক্লিপের কোথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জারি করা হয়েছে দাবি করে কোনো তথ্য দেওয়া হয়নি। অর্থাৎ কোনো প্রকার প্রাসঙ্গিকতা ছাড়াই ভিন্ন ঘটনার কিছু পুরোনো ভিডিও ক্লিপ যুক্ত করে দাবিটি প্রচার করা হয়েছে। 

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা জারি করা হয়েছে কিনা তা জানতে গুগলে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেননি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা জারির কোনো ঘটনাও ঘটেনি। 

মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য প্রচার প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ (২১ নভেম্বর) ‘Sabai Sikhi’ নামের একটি ইউটিউব চ্যানেলে “ক্ষমাচেয়ে পদত্যাগের ঘোষণা দিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জরুরী অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার জারি” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাওয়ার আশায় পুরোনো ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত বিষয়টি প্রচার করা হয়েছে। এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বিষয়টির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার জারি শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img