বুয়েটছাত্র ফারদিনের বান্ধবী বুশরার ছবি দাবিতে ভুল ছবি প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি “বুয়েটছাত্র ফারদিন’র ঘটনায় প্রধান আসামী বান্ধবী বুশরা গ্রেফতার” “বুয়েটছাত্র ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেপ্তার”, “ফারদিন হত্যা, বান্ধবী বুশরাকে সাত দিনের রিমান্ড আবেদন”, “ফারদিনের সঙ্গে প্রেম ছিল না বুশরার, দাবি মা ইয়াসমিনের” শীর্ষক শিরোনামের সংবাদে একটি ছবি ব্যবহার করে কিছু মূলধারার গণমাধ্যম এবং অনলাইন পোর্টালে প্রচারিত হচ্ছে। উক্ত ছবিতে দেখা যাচ্ছে ফারদিনের ছবির সামনে একই ভঙ্গিতে বসে আছে একটি মেয়ে। ছবিতে দেখানো মেয়েটিকে বুশরা দাবি করে সংবাদ প্রচার করা হচ্ছে। 

গণমাধ্যমগুলোর ফেসবুক পেজ হতে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুনঃ দেশটিভি (আর্কাইভ), ইত্তেফাক (আর্কাইভ)।

একই ছবি ব্যবহার করে গণমাধ্যমগুলোর ওয়েবসাইটে প্রকাশিত এরকম কিছু প্রতিবেদন দেখুনঃ নয়া দিগন্ত (আর্কাইভ), ঢাকা পোস্ট (আর্কাইভ), আরটিভি (আর্কাইভ), সারাবাংলা (আর্কাইভ), এস এ টিভি (আর্কাইভ), আমার সংবাদ (আর্কাইভ), বিজনেস ইনসাইডার (আর্কাইভ)।

উক্ত ছবিকে বুশরার ছবি দাবি করে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন আরটিভি (আর্কাইভ), State Life BD (আর্কাইভ), Suo Moto Won (আর্কাইভ), Diganta Tv (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা, নিহত ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতারের সংবাদে ব্যবহৃত ছবিটি বুশরার নয় বরং ছবিটি ফারদিনের আরেক বান্ধবী আরিশা আশরাফের।

অনুসন্ধানে Arisha Ashraf নামক আইডি থেকে গত নভেম্বরের ৮ তারিখ সংবাদে ব্যবহৃত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত ছবিটি গ্রেফতারকৃত বুশরার ছবি দাবিতে ব্যবহার করা হলে Arisha Ashraf আইডি থেকে ফেসবুক পোস্টের (আর্কাইভ) মাধ্যমে নিশ্চিত করা হয় যে বুশরাকে দাবি করে প্রচারিত ছবিটি মূলত ফারদিনের অন্য একজন বন্ধু আরিশা আশরাফের।

এছাড়া উক্ত ফেসবুক আইডি পর্যবেক্ষণ করে ব্যবহৃত ছবিটি বুশরার নয় বিষয় নিশ্চিত হয় রিউমর স্ক্যানার টিম।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বুয়েটছাত্র ফারদিন নূর নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে ফারদিনকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হয়। পরবর্তীতে ফারদিন নূরের বাবা মামলা করলে ফারদিনের পরিচিত অনেককেই জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। উক্ত মামলায় ফারদিনের বন্ধু বুশরাকে গ্রেফতার করা হয় এবং পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ফারদিন নূর নিহতের ঘটনায় গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়।

মূলত, গত ৪ নভেম্বর বুয়েট ছাত্র ফারদিন নূর নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় মামলা দায়ের করা হলে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে বুশরার ছবির দাবিতে ফারদিনের আরেক বন্ধু আরিশা আশরাফের ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে।

সুতরাং, সুতরাং বুয়েট শিক্ষার্থীর ফারদিন নিহতের ঘটনায় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বুশরার ছবির দাবিতে ফারদিনের আরেক বন্ধু আরিশা আশরাফের ছবি ব্যবহার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • ফেসবুক আইডি : Arisha Ashraf
  • ফেসবুক পোস্ট : Arisha Ashraf 
  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান।

আরও পড়ুন

spot_img