বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

মুস্তাফিজকে নিয়ে ডেভিড ওয়ার্নারের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ২২ মার্চ চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। উক্ত ম্যাচে তিনি ম্যাচ সেরা হন। এরই প্রেক্ষিতে গত ২৩ মার্চ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার লাইভে এসে মুস্তাফিজুর রহমানের খেলা প্রসঙ্গে ‘বাংলাদেশি বলে দাম দেয় না, এখন দেবে’ শীর্ষক মন্তব্য করেছেন।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে ইউটিউবে প্রচারিত ভিডিওটি প্রায় ৪৬ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেভিড ওয়ার্নারের ভিন্ন প্রেক্ষাপটের একটি পুরোনো ভিডিওর সাথে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের কিছু ছবি যুক্ত করে তাতে উক্ত দাবি সম্বলিত টেক্সট (টিকটক) ও থাম্বনেইল (ইউটিউব) বসিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের একটি ভিডিও ক্লিপ এবং চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের কিছু ছবি দেখা যায়।

ভিডিওটি’র সংবাদপাঠ অংশে দাবি করা হয়, আইপিএলে মুস্তাফিজের ভালো পারফরম্যান্স দেখে লাইভে এসে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার তাকে নিয়ে কথা বলেছেন। ডেভিড ওয়ার্নার লাইভে এসে বলেন, “বাংলাদেশি বলে দাম দেয় না। এখন দাম ঠিকই দিবে। সাবাস মুস্তাফিজ, সাবাস। তোমার বোলিং দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি দুর্দান্ত বোলিং করেছো। তুমি এ ম্যাচে জয়ের আসলেই রিয়েল নায়ক।”

বিষয়টি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে BTX Racing নামের একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ২০২২ সালের ২২ অক্টোবর ডেভিড ওয়ার্নারের ভেরিফাইড ইন্সটাগ্রামে ট্যাগ করে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে BTX Racing নামের প্রতিষ্ঠানটির পক্ষে বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়। সেখানে তাকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

এই ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র ডেভিড ওয়ার্নারের বক্তব্যের ক্লিপের সাথে হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor শ্চান্নের

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি প্রায় দেড় বছর পূর্বের ভিডিও। এর আগে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএলের উক্ত ম্যাচ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে উক্ত ম্যাচ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

মূলত, গত ২২ মার্চ আইপিএলের ১৭ তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পরাজিত করে। উক্ত ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ সেরা হন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এরই প্রেক্ষিতে গত ২৩ মার্চ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার লাইভে এসে মুস্তাফিজুর রহমানের খেলা প্রসঙ্গে ‘বাংলাদেশি বলে দাম দেয় না, এখন দেবে’ শীর্ষক মন্তব্য করেছেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেভিড ওয়ার্নারের ভিন্ন প্রেক্ষাপটের একটি পুরোনো ভিডিওর সাথে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের কিছু ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে উক্ত ম্যাচ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, আইপিএলের ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালস’র হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সে সময় দলটিতে মুস্তাফিজের সতীর্থ ক্রিকেটার ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। গত মৌসুমে দলটির নিয়মিত অধিনায়ক রিশভ পান্থের ইনজুরির কারণে তার পরিবর্তে ডেভিড ওয়ার্নার দলটির অধিনায়কত্ব করেছিলেন। 

উল্লেখ্য, পূর্বেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ‘বাংলাদেশি বলে মুস্তাফিজকে দাম দেয় না, এখন ঠিকই দাম দিবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img