সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে বিক্ষোভের মাত্রা বাড়ে, ঘটে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এই সহিংসতাকে কেন্দ্র করে এক নারীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, মেয়েটি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন।
ফেসবুকে এ সংক্রান্ত একটি রিলস ভিডিও এ পর্যন্ত প্রায় ২৮ লক্ষাধিক বার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবি সম্বলিত টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবি সম্বলিত ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া এই নারী নিহত হওয়ার দাবিটি সঠিক নয়, বরং আনিকা তাসনিম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সুস্থ এবং ভালো আছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে আনিকা তাসনিম নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ জুলাই প্রকাশিত একটি ভিডিওতে একই নারীকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এই ভিডিওতে থাকা পোশাকের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নারীর পোশাকেরও মিল রয়েছে।
Screenshot: Facebook
একই অ্যাকাউন্টে গতকাল (২৫ জুলাই) এবং আজ (২৬ জুলাই) দুইটি পোস্টের মাধ্যমে জানানো হয়, তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। তিনি সুস্থ এবং ভালো আছেন।
আনিকা আজকে দেওয়া পোস্টে লিখেছেন, “জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিলোনা৷ না লিখেও কোনো উপায় দেখছিনা। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি৷ কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ রইলো। এবং কেউ র্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট৷”
আনিকার ফেসবুক অ্যাকাউন্টের বরাতে জানা যাচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
মূলত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় এক নারীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, মেয়েটি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত নারীর নাম আনিকা তাসনিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সুস্থ এবং ভালো আছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যম সূত্রে সারাদেশে এখন পর্যন্ত ২০৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আনিকা তাসনিম নামে ঢাবির শিক্ষার্থী মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Anika Tasnim: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
২৬ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে টিকটক এবং ইউটিউবেও একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওগুলো প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।