ভারত থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার 

গতবছরের ০৫ আগষ্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এটি ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও ভিডিও নয় বরং, এটি ২০২২ সালের ভিন্ন ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল বায়ান্ন টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২২ সালের ১১ জুলাই ‘আমি ফ্লোরেও থাকতে পারি একবেলা খেয়েও থাকতে পারি : প্রধানমন্ত্রী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়াও, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে সেবছরের একই দিনে ‘কিছু মানুষ দেশের উন্নয়ন ও অর্জনকে মেনে নিতে পারছে না বলে প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিতেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একই পোশাকে দেখা যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১৪তম বার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ধারণকৃত ছবি।

তাছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সেবছরের একই দিনে প্রকাশিত একই বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশন থেকেও ভিডিওটির বিষয়ে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ভারতে নয় বরং, বাংলাদেশে ধারণকৃত।

সুতরাং, গণভবনে ২০২২ সালের ভিন্ন ঘটনায় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার বক্তব্যের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img