বিশ্বকাপে ব্যর্থতার দায়ে সাকিব হেনস্তার শিকার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও বিকৃত করে প্রচার 

২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাজে পারফরমেন্সের কারণে দেশে ফিরে সাকিব আল হাসান ক্রিকেট সমর্থকদের তোপের মুখে পড়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু সংখ্যক পোস্টে সাকিবের সমর্থকদের তোপের মুখে পড়ার কারণ হিসেবে তার সাম্প্রতিক রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

সাকিব

এছাড়া একই  দাবিতে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) কিছু পোস্ট প্রচার হতে দেখা যায়। এমন কিছু টুইট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত ভিডিও যুক্ত করে বাংলাদেশি সমর্থকরা সাকিব আল হাসানের ওপর আক্রমণ করেছে শীর্ষক দাবিতে ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি বিশ্বকাপ খেলা শেষে দেশে ফিরে সাকিব আল হাসান সমর্থকদের তোপের মুখে পড়েছেন দাবিটিতে প্রচারিত ভিডিওর দৃশ্যটি পুরোনো ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে চলতি বছরের মার্চে দুবাইয়ে সাকিব একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেলে উৎসুক প্রবাসীরা তাকে দেখতে ভিড় করে। তখন উক্ত ভিডিওটি ধারণ করা হয়। তবে সেসময় সাকিবকে কেউ মার মার বলে সম্বোধন করেনি। এই ঘটনার ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘মার মার’ শব্দগুচ্ছ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

উক্ত লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মাধ্যমে সময় টিভি’র ইউটিউব চ্যানেল SomoyTVBulletin এ গত ১৭ মার্চে ‘দুবাইয়ে সাকিবের সঙ্গে প্রবাসীদের এ কেমন আচরণ!’ শিরোনামে একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। 

Video Comparison: Rumor Scanner 

এছাড়া সেসময় একই ভিডিওটি আরটিভি এবং বায়ান্ন টিভি‘র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

পরবর্তীতে, ভিডিওর ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে সময় টিভি’র ওয়েবসাইটে গত ১৬ মার্চ ‘বিতর্কিত সেই স্বর্ণের দোকান উদ্বোধন করলেন সাকিব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৫ মার্চ  স্বর্ণ ব্যবসায়ী ও বাংলাদেশে পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে সঙ্গে নিয়ে ডুবাইয়ে আরাভ খানের একটি জুয়েলারি দোকান উদ্বোধন করেন সাকিব আল হাসান। আয়োজন ঘিরে সেদিন সন্ধ্যা থেকেই দুবাই গোল্ডসূকে ভিড় করেন হাজার হাজার মানুষ। 

পাশাপাশি, গত আগস্টে প্রকাশিত প্রথম আলো’র একটি প্রতিবেদনে সাকিবের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে বিশৃঙ্খলার মধ্যে পড়ার তথ্য তুলে ধরা হয়। 

অর্থাৎ, ভাইরাল ভিডিওটি গত মার্চে সাকিব আল হাসানের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলায় পড়ে যাওয়ার ঘটনার। 

অডিও যাচাই

আলোচিত ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘মার মার’ শীর্ষক শব্দটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি মূলত ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘রক’ নামক একটি নাটকের সংলাপের অংশবিশেষ। নাটকের ৫৪ মিনিট ৩৯ সেকেন্ড সময়ে মোশাররফ করিমকে ‘মার মার’ শীর্ষক সংলাপটি বলতে শোনা যায়।

এছাড়া, বিশ্বকাপ খেলা শেষে সাম্প্রতিক সময়ে দেশে ফিরে সাকিব আল হাসানের হেনস্তা হওয়ার কোনো খবর দেশীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। 

তবে, বিশ্বকাপ চলাকালীন সাকিব তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের জন্য দেশে আসলে মাঠে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুর ইনডোর স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। তবে এ ঘটনার সাথে আলোচিত ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

মূলত, বিতর্কিত দুবাই প্রবাসী ব্যবসায়ী আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান চলতি বছরের মার্চ মাসে দুবাই গিয়েছিলেন। সে সময়ে সাকিব দেখতে ছুটে এসেছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সেসময় সাকিবকে দেখতে আসা বাংলাদেশি প্রবাসী সমর্থকদের ভিড়ে ঘটনাস্থলে একটি  বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্ট হয়। সম্প্রতি সেই বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় ধারণকৃত একটি ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘মার মার’ শীর্ষক বেকগ্রাউন্ট অডিও যুক্ত করে সাকিবের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে কারণে সমর্থকদের তোপের মুখে পড়ার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসন্ন এ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন জাতীয় দলের এই ক্রিকেটার। 

সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও এডিট করে সেটিকে বিশ্বকাপে ব্যর্থতার কারণে জড়ানোর কারণে সম্প্রতি সাকিব আল হাসান সমর্থকদের দ্বারা হেনস্তা হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সঠিক নয়। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img