বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

হজ ও ওমরাহের খরচ নিয়ে ধর্ম উপদেষ্টার বক্তব্য দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, হজ ও ওমরাহর খরচ কমিয়ে তা দুই থেকে আড়াই লাখ এবং পঞ্চাশ থেকে ষাট হাজার মধ্যে করা সম্ভব বলে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ধর্ম উপদেষ্টা

ফেসবুক প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হজ ও ওমরাহের খরচ কমানোর বিষয়ে অর্থের পরিমাণ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা অধ্যাপক আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, তিনি হজের সিন্ডিকেটের কারণে হজ ও ওমরাহের খরচ বৃদ্ধির বিষয়ে আলাপ করলেও এই ব্যয় কমিয়ে দুই থেকে আড়াই লাখ এবং পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে করার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম বাংলাভিশন এর ইউটিউব চ্যানেলে গত ১০ আগস্ট হজ্বের সিন্ডিকেট ভাঙার কঠোর হুঁশিয়ারি দিলেন ধর্ম উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওতে অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টাকে হজ সিন্ডিকেট নিয়ে আলোচনা করতে দেখা যায়। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের হজ যাত্রীদের বেশি অর্থ ব্যয় করতে হয় পবিত্র হজ পালনের জন্যে। এর কারণটি তিনি খতিয়ে দেখবেন এবং জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিবেন। কিন্তু তার বক্তব্যের কোথাও হজ এবং ওমরাহের ব্যয় কমিয়ে দুই থেকে আড়াই লাখ ও পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে করার বিষয়টি পাওয়া যায়নি।

পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে গত ১২ আগস্ট প্রচারিত ধর্ম উপদেষ্টার আরেকটি বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে তাকে অনিয়মের জন্যে ৫০ টিরও বেশি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করার কথা বলতে শোনা গেলেও আলোচিত দাবিটির বিষয়ে কিছু বলতে শোনা যায়নি। বরং, ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের সচিবকে দাবি করতে দেখা যায় যে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার থেকে বাংলাদেশের হজ যাত্রীদের প্যাকেজ খরচ তুলনামূলক কম।

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে জানতে ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের উপসচিব মো: কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভুয়া। ধর্ম উপদেষ্টা এমন কোনো কথা বলেননি এবং মন্ত্রাণালয় থেকেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

সুতরাং, ‘হজের খরচ দুই/ আড়াই লাখের মধ্যে আর ওমরাহ ৫০/৬০ হাজার টাকার মধ্যেই সম্ভব।’ শীর্ষক মন্তব্য ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img