এটি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবি নয়

গত কয়েক সপ্তাহ ধরে সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে অপমানসূচক দাবি করে ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন তারা। পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হলে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাঁধে। এরই প্রেক্ষিতে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাথে বৈঠক করেছেন শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় কর্মকর্তা হর্ষবর্ধন শ্রীংলার ছবিও ব্যবহার করা হয়েছে পোস্টগুলোতে।

Screenshot: Facebook

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) ও এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ভিডিওটি ৫৪ হাজারেরও বেশি মানুষ দেখেছে এবং প্রায় আড়াই হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবি নয় এবং চিহ্নিত করা ব্যক্তিও ভারতীয় নন বরং তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। 

অনুসন্ধানে গত ২১ জুলাই জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২১ জুলাই ২০২৪) প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু প্রতিবেদনে প্রধানমন্ত্রী ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন শীর্ষক কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, চিহ্নিত ব্যক্তিটির পরিচয়ও মেলেনি। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে থাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকের ছবির সাথে চিহ্নিত ব্যক্তির মিল পাওয়া যায়। 

Face Comparison: Rumor Scanner

অর্থাৎ, প্রচারিত ছবিতে চিহ্নিত করা ব্যক্তি হলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

পরবর্তীতে প্রচারিত পোস্টে থাকা হর্ষ বর্ধন শ্রিংলা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করে জানা যায়, তিনি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, প্রচারিত ছবিগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসা অর্থাৎ চিহ্নিত করা ব্যক্তিটি তিনি নন। 

Face Comparison: Rumor Scanner

মূলত, গত ২১ জুলাই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। সম্প্রতি, উক্ত বৈঠকের ছবিগুলো প্রধানমন্ত্রীর ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের ছবি ও ছবিতে প্রধানমন্ত্রীর পাশে বসা তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের ছবি দাবিতে  দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

হালনাগাদ/ Update

২৭ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে টিকটকেও একই দাবি সম্বলিত একটি ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওটি প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img