বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সম্প্রতি, তিনি স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি ১৯ লাখ বারেরও অধিকবার দেখা হয়েছে এবং ১ লাখেরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি ১৫ হাজারেরও অধিকবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাব্বির রহমান স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দেননি বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহৃত সাব্বির রহমানের স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ফেসবুকে এবং ইউটিউবে গত ২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ছবিটি মূলত ভিডিওটির থাম্বনেইলে ব্যবহার করা হয়। তবে ছবিটির উৎস এবং ভিডিওতে এই সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে গত ৬ জুলাই খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম bdcrictime.com এর ফেসবুক পেজে প্রচারিত দাবিটি গুজব জানিয়ে করে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সূত্র ধরে সাব্বির রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে প্রচারিত দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করেন সাব্বির রহমান।
এছাড়া, দেশের প্রথম সারির গণমাধ্যমে সাব্বির রহমানের স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দেয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দেয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সাব্বির রহমান স্কটল্যান্ড জাতীয় দলে যোগ দেননি। এছাড়াও, প্রচারিত দাবিটি মিথ্যা বলে নিজের ফেসবুক পেজে সাব্বির রহমান নিশ্চিত করেছেন।
সুতরাং, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Sabbir Rahman: Facebook Post
- Bdcrictime.com: বাংলাদেশ ছেড়ে সাব্বিরের স্কটল্যান্ডের হয়ে খেলা নিয়ে গুঁজব; চটলেন সাব্বির, মেজাজ হারিয়ে নিলেন একহাত
- Rumor Scanner’s own analysis