গত ০৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে সম্প্রতি ‘মারা গেলেন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন আবস্থায়’ ও ‘বেগম খালেদা জিয়া আর পৃথিবীতে নেই’ শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর বিষয়ে প্রচারিত দাবিটির সত্যতা নেই। তিনি বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন৷
এ বিষয়ে অনুসন্ধানে Jalal Uddin Wasim নামক ফেসবুক প্রোফাইলে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ছবির সাথে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবির মিল রয়েছে৷

উক্ত পোস্টের ছবিটির বিষয়ে রিউমর স্ক্যানার টিম Jalal Uddin Wasim এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “ছবিটি তার মায়ের হাসপাতালে চিকিৎসাধীন সময়ের এবং তার মা মারা যাওয়ার কিছু দিন পূর্বে ছবিটি তোলা হয়।”
উল্লেখ্য, উক্ত ছবিটি ব্যবহার করে ২০২১ সালে একই ধরণে দাবি প্রচার করা হলে তখন রিউমর স্ক্যানার এ বিষয়ে ‘হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ছবি নয় এটি’ শিরোনামে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, আলোচিত দাবিতে ব্যবহৃত ছবির ব্যক্তি খালেদা জিয়া নন৷
পরবর্তীতে, আলোচিত দাবিতে থাকা অডিও ক্লিপ পর্যবেক্ষণের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ইউটিউব চ্যানেলে গত ০৮ জানুয়ারি ‘খালেদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ তথ্য’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়৷ উক্ত ভিডিওর অডিও বার্তার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অডিও বার্তার মিল রয়েছে৷
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির ০০:০১ থেকে ০০:১৭ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ তবে মূল ভিডিওর ০০:০৩ থেকে ০০:১০ সেকেন্ড পর্যন্ত অংশটি যেখানে ‘‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের পথে রয়েছেন। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।” বলা হয়েছে সেখানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কর্তন করে ‘চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ অংশটি প্রতিস্থাপন করা হয়, যার ফলে আলোচিত ভিডিওতে এটি ‘‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত পৌনে ১২ টায় কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত এয়ার এম্বুলেন্সে ঢাকা ছাড়েন তিনি” হিসেবে প্রতীয়মান হয়েছে৷
খালেদা জিয়ার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যু সংক্রান্ত কোনো প্রকার তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই প্রতিবেদনটি লিখার সময় পর্যন্ত গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়। তিনি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন।
সুতরাং, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jalal Uddin Wasim – Facebook Post
- NTV News – খালেদা জিয়ার লন্ডন যাত্রার সর্বশেষ তথ্য
- Prothom Alo – বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে: খালেদা জিয়া