হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার ছবি নয় এটি

সম্প্রতি, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ করে দিক…” শীর্ষক শিরোনামে হাসপাতালের বিছানায় থাকা একজন মহিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি বেগম খালেদা জিয়ার নয় বরং এটি ভিন্ন একজন নারীর পুরোনো ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে Jalal Uddin Wasim নামের একটি ফেসবুক একাউন্টে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারিতে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। মৌ সামারা নামের একটি ফেসবুক একাউন্টেও গত ১৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি পোস্টে একই ছবি লক্ষ্য করা যায়।

রিউমর স্ক্যানার টিম Jalal Uddin Wasim এর সাথে ছবিটির বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলে তিনি জানান ‘ছবিটি তার মায়ের হাসপাতালে চিকিৎসাধীন সময়ের এবং তার মা মারা যাওয়ার কিছু দিন পূর্বে ছবিটি তোলা হয়। Jalal Uddin এর ফেসবুক আইডির একটি পোস্ট থেকে জানা যায় তার মা গত ২৩শে ফেব্রুয়ারিতে মারা গিয়েছেন। এছাড়া তিনি আরো জানান মৌ সামারা তার আপন ছোট বোন এবং বিষয়টি অধিক নিশ্চয়তার জন্য তিনি তার মায়ের চিকিৎসাধীন সময়ের আরো কিছু ছবি রিউমর স্ক্যানারকে পাঠান।

Image source: Jalal Uddin Wasim. published with permission

খালেদা জিয়ার নামে তাদের প্রয়াত মায়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টিকে গুজব জানিয়ে তারা দুজনই নিজেদের ফেসবুক একাউন্টে পোস্ট করেছেন।

এছাড়াও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির বিষয়টিকে গুজব হিসেবে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অর্থাৎ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন সময়ের ছবি দাবিতে ভিন্ন একজন নারীর পুরোনো ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Jalal Uddin Wasim: https://www.facebook.com/jalaluddin.wasim.1/posts/765135164415207
  2. Jalal Uddin Wasim Statement
  3. Mou Samara: https://www.facebook.com/permalink.php?story_fbid=251156276542249&id=106546784336533

  4. Jugantor: https://www.jugantor.com/politics/487936/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BE
  5. Jagonews24: https://www.jagonews24.com/amp/716365

আরও পড়ুন

spot_img