গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। ফারুকী ও বশিরের উপদেষ্টা হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা সমালোচনা করেন। গতকাল দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে কর্মসূচিও পালিত হয়। এই দুই উপদেষ্টার অপসারণ ও পদত্যাগের দাবিও ওঠে নানা মহল থেকে।
এরই মধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে Taza News নামের একটি চ্যানেল থেকে ‘সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিলো নতুন তিন উপদেষ্টা’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেননি বরং নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
ভিডিওটিতে নতুন তিন উপদেষ্টার শপথ নেওয়ার ফুটেজ ছাড়াও আরও কিছু ফুটেজ ও ছবি দেখানো হয়েছে। তবে উক্ত ভিডিওটিতে নতুন তিন উপদেষ্টার কাউকে পদত্যাগের ঘোষণা দিতে দেখা যায়নি। তাছাড়া, ভিডিওটিতে প্রচারিত দাবির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে নতুন তিন উপদেষ্টার পদত্যাগের কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, গণমাধ্যম সূত্রে জানা যায়, সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন নতুন তিন উপদেষ্টা। এছাড়া দায়িত্ব পাওয়ার পর তারা গণমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেছেন।
তাছাড়া, উপদেষ্টা মাহফুজ আলম ও মোস্তফা সরয়ার ফারুকী’র ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও তাদের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত দাবিটি সঠিক নয়।
সুতরাং, নতুন তিন উপদেষ্টা মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mahfuz Alam: Facebook
- Mostafa Sarwar Farooki: Facebook
- NTV: সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন নতুন তিন উপদেষ্টা
- Rumor Scanner’s Own Analysis