সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া সংবাদ সত্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফেসবুক পোস্টগুলোর কমেন্টে সূত্র হিসেবে একটি সংবাদের লিংক দেওয়া হয়েছে।
উক্ত লিংকে প্রবেশ করলে দেখা যায়, এটি ‘international new 56′ নাম ব্যবহার করে ব্লগস্পটের বিনামূল্যের একটি ডোমেইন সাইট হিসেবে তৈরি করা হয়েছে। ‘international new 56’ নামের এই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইটে ‘বি এন পি মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি গত ২৭ এপ্রিল প্রকাশিত হতে দেখা যায় এবং এটিই আলোচিত দাবিটির সম্ভাব্য উৎস বলে প্রতীয়মান হয়।
কথিত এই সংবাদে দাবি করা হয়, ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানো সংক্রান্ত দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোয়ও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার হতো। এমনকি বিএনপির পক্ষ থেকেও এমন দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো আজ (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে জানা যায়, মির্জা ফখরুল গতকালও (২৮ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে মহাসচিব হিসেবে বক্তব্য দিয়েছেন।
ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- BNP Media Cell: Facebook Post
- Rumor Scanner’s own analysis