সময় টিভিকে জড়িয়ে শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র সূত্র ব্যবহার করে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ভারত ত্যাগের নির্দেশ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার দাবিটি সঠিক নয় এবং সময় টিভিও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, গুজব ছড়ানোর উদ্দেশ্যে আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ দাবিতে সময় টিভি কোনো সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে সময় টিভি’র ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, পর্যবেক্ষণে গত ২৪ আগস্ট সময় টিভি ‘ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়, ‘যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। কারণ ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক (লাল) বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে তা ৪৫ দিনের জন্য। তার মানে সর্বোচ্চ ৪৫ দিন সেখানে অবস্থান করতে পারবেন হাসিনা। শনিবার (২৪ আগস্ট) হাসিনার ভারতে অবস্থানের ২০ দিন পূর্ণ হয়েছে; এই হিসাবে আইনগতভাবে তার ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে।’

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে হিন্দুস্থান টাইমেসের ‘Clock ticking on Sheikh Hasina’s India stay after Bangladesh revokes her diplomatic passport?’ প্রতিবেদনটি পাওয়া যায়। উক্ত প্রতিদেনেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী গত ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সময় টিভি’র নাম ব্যবহার করে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img