মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে আনার প্রসঙ্গে ড. ইউনূসের নামে ভুয়া মন্তব্য যমুনা টিভির নকল ফটোকার্ডে প্রচার

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসে কোনো বাংলাদেশী মারা গেলে তার লাশ বিনা খরচে দেশে আনা হবে এমন মন্তব্য করেছেন দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রবাসে নিহত ব্যক্তিদের লাশ দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং যমুনাকে জড়িয়ে ড. ইউনূসের নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ আগস্ট, ২০২৪ উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডের সাথে যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের পার্থক্য পরিলক্ষিত হয়।

Screenshot Comparison: Rumor Scanner

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশনের ফটোকার্ড ডিজাইন নকল করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ড. মুহাম্মদ ইউনূসের নামে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, ‘(বাংলাদেশি) প্রবাসে কেউ মারা গেলে তার লাশ ফ্রিতে আনা হবে বাংলাদেশে ডঃইউনূস’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img