ধানমন্ডি ৩২ নম্বরে আগুনে একজনের দগ্ধ হয়ে ছাই হওয়ার দাবিটি ভিত্তিহীন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরই প্রেক্ষিতে ঘটনা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “ধানমন্ডি ৩২ এর ছাদে নিজের হাতে লাগানো আগুনে একজন আটকা পড়ে দগ্ধ হয়ে ছাই হয়ে গেছে”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ এর ছাদে নিজের হাতে লাগানো আগুনে একজন আটকা পড়ে দগ্ধ হয়ে ছাই হয়ে যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সর্বশেষ খবর অনুযায়ী গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ৫ ফেব্রুয়ারিতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার এখন পর্যন্ত কারোর নিহত হওয়ার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

তবে, উক্ত ঘটনায় কেউ নিহত না হলেও আহতের খবর পাওয়া গেছে।

সুতরাং, ‘ধানমন্ডি ৩২ এর ছাদে নিজের হাতে লাগানো আগুনে একজন আটকা পড়ে দগ্ধ হয়ে ছাই হয়ে গেছে’ শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img