সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মারা গিয়েছেন দাবিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমন্বয়ক আবু সাঈদ এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের ছবির সাথে তার একটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছ।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) , এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মারা যাওয়ার দাবিটি সত্য নয় বরং, তিনি জীবিত এবং সুস্থ রয়েছে। দাবিটি প্রচার পরবর্তী সময়েও তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্যও প্রদান করেন।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যের ঘরগুলো পর্যালোচনা করে দেখা যায়, একাধিক পোস্টের মন্তব্যের ঘরে দাবি করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মারা যাননি; তিনি জীবিত আছেন।
পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে খান তালাত মাহমুদ রাফির ব্যক্তিগত ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, তিনি দাবিটি প্রচার পরবর্তী সময়ে ২৮ জুলাই ২ টা ৪৭ মিনিটে একটি লাইভ ভিডিও প্রচার করেন। যেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে সমন্বয়কদের এবং আন্দোলনের বর্তমান অবস্থা নিয়ে নানা কথা বলেন।
এছাড়াও সাম্প্রতিক সময়ে তার প্রোফাইলে বিভিন্ন পোস্ট শেয়ার করার পাশাপাশি একাধিক পোস্ট করতেও দেখা যায়। (১), (২), (৩), (৪)
মূলত, সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশব্যাপী চলা আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। যার পরই সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর পাশপাশি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোও আন্দোলনে যোগ দিতে শুরু করে। ১৮ ও ১৯শে জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ১৯শে জুলাই রাতেই সরকার দেশব্যাপী কারফিউ জারি ও সেনা মোতায়েন করে। এতে গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে প্রায় দুইশ এর অধিক ছাত্র ও সাধারণ জনতা নিহত হন। এরই প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও নিহত হয়েছেন দাবিতে নিহত আবু সাঈদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের ছবির সাথে তার একটি ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, খান তালাত মাহমুদ রাফি মারা যাননি। তিনি জীবিত ও সুস্থ রয়েছেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। এরই অংশ হিসেবে তিনি সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুকে একটি লাইভ বক্তব্যও প্রচার করেন।
সুতরাং, চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির মারা যাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Khan Talat Mahmud Rafy Facebook: দেশবাসীর উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা….
- Rumor Scanner’s Own Analysis