শনিবার, মে 24, 2025

মির্জা ফখরুলের বাড়িতে সেনাবাহিনীর অভিযানের গুজব

সম্প্রতি, ‘মির্জা ফখরুলের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, ৯৮হাজার কোটি টাকা ২মন স্বর্ণ উদ্ধার’ শীর্ষক থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত দাবি দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ উদ্ধার করার দাবিটি সঠিক নয় বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে, ভিডিওটিতে কোথাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ উদ্ধার সম্পর্কিত সংবাদ বা সূত্র উপস্থাপন করতে দেখা যায়নি। ভিডিওটির থাম্বনেইলে প্রচারিত দাবিটির সাথে বিস্তারিত অংশের অসামঞ্জস্যতাও লক্ষ্য করা যায়। ০৮ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটিতে ৪টি ভিন্ন সংবাদ প্রতিবেদনের ভিডিও উপস্থাপন করা হয়েছে যার একটিও আলোচিত দাবির সাথে সম্পর্কিত নয়।

ভিডিও প্রতিবেদন যাচাই ০১

ভিডিওটির শুরুতে দেখানো সংবাদ প্রতিবেদনের ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Independent Television’ ইউটিউব চ্যানেলে গত ১৭ আগস্ট ‘সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার | Mohammadpur News | Independent TV’ শীর্ষক শিরোনামে প্রতিবেদনের সাথে সাদৃশ্য লক্ষ্য যায়।

Comparison: Rumor Scanner


একই বিষয়ে গত ১৬ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

অর্থাৎ, এই ভিডিও প্রতিবেদনের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনী অভিযানের কোনো সম্পর্ক নেই।

ভিডিও প্রতিবেদন যাচাই ০২

দাবিকৃত ভিডিওতে দেখানো দ্বিতীয় সংবাদ প্রতিবেদনের ভিডিওটি একই পদ্ধতিতে রিভার্স ইমেজ সার্চ করে ‘Rtv News’ ইউটিউব চ্যানেলে গত ১৮ আগস্ট ‘স্থানীয়দের সন্দেহে সচিবের বাসায় মিললো কোটি কোটি টাকা আর বৈদেশিক মুদ্রা | Shah Kamal | Rtv News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিও প্রতিবেদনটিও সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসায় পুলিশের অভিযানের বিষয়ে এবং এর সাথেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনীর অভিযানের সাথে কোনো সম্পর্ক নেই। 

ভিডিও প্রতিবেদন যাচাই ০৩

দাবিকৃত ভিডিওটিতে ব্যবহৃত তৃতীয় প্রতিবেদনের ভিডিও ‘Channel 24’ ইউটিউব চ্যানেলে গত ০৪ নভেম্বর ‘ভোররাত থেকে যৌথ বাহিনীর অভিযান; যা পাওয়া গেলো | Ovijan | Crime Zone | Army | Channel 24’ শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner


একই বিষয়ে ০৫ নভেম্বর কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ০৪ নভেম্বর গাজীপুরের টঙ্গীতে বস্তি ও একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও দেহব্যবসার সঙ্গে জড়িতসহ মোট ১৫৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

অর্থাৎ, এই ভিডিওটিও ভিন্ন ঘটনার এবং এর সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো সম্পর্ক নেই। 

ভিডিও প্রতিবেদন যাচাই ০৪

দাবিকৃত ভিডিওতে ব্যবহৃত চতুর্থ ভিডিও প্রতিবেদনটির বিষয়েও অনুসন্ধানে জানা যায়, এটির ‘ATN Bangla News’ ইউটিউব চ্যানেলে গত ১৬ আগস্ট ‘সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার। ATN Bangla News’ শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদন।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, এই ভিডিও প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে এমন কোনো তথ্য ছিলনা।

সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ উদ্ধার করার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img