পদত্যাগ না করায় জাতিসংঘ শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার গুজব প্রচার  

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ আগস্ট পদত্যাগের পর দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি জনসম্মুখে আসেননি। তবে, সম্প্রতি পদত্যাগ না করায় জাতিসংঘ তাকে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি এক লক্ষাধিক বার দেখা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৮১ হাজার বারেরও বেশি দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পদত্যাগ না করায় জাতিসংঘ শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিটি সঠিক নয় বরং অধিক ভিউ পাওয়ার আশায় জাতিসংঘের মহাসচিব, মহাসচিবের উপ-মুখপাত্র পুরোনো ফুটেজ ও শেখ হাসিনার বিদেশ সফরের পুরোনো ভিডিও ও চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওর শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশ সম্পর্কে কথা বলতে দেখা যায়। এরপরই জাতিসংঘের মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হককে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে, জাতিসংঘ মহাসচিবের সাথে শেখ হাসিনার একটি ছবি এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার সাক্ষাতের ভিডিও দেখা যায়। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানে বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৬ মার্চ প্রকাশিত জাতিসংঘের মহাসচিব এর বক্তব্য সংবলিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটিতে জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের বেশ কয়েকটি দৃশ্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওটি ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের পাঠানো শুভেচ্ছা বার্তা।

পরবর্তীতে, গত ১৫ আগস্ট জাতিসংঘের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওতে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হকের ব্রিফিং দেয়ার দৃশ্য মিলে যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, এটি ফিলিস্তিন, দক্ষিণ সুদান ও বিভিন্ন বিষয় সংক্রান্ত জাতিসংঘের দৈনিক ব্রিফিংয়ের দৃশ্য। এই ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। 

পরবর্তী অনুসন্ধানে বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট রোম্পুই এর ইউটিউব চ্যানেলে ২০১০ সালের ২৫ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওটির শেখ হাসিনার বিভিন্ন অফিশিয়ালদের সাথে দেখা হওয়ার দৃশ্যের  মিল খুঁজে পাওয়া যায়। 

Screenshot collage: Rumor Scanner

এছাড়াও মূলধারার গণমাধ্যম দ্য ডেইলি স্টার এর ওয়েবসাইটে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের (জিসিআরজি) গোলটেবিল বৈঠক সম্পর্কিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত ছবির সাথে প্রচারিত ভিডিওতে জাতিসংঘের মহাসচিবের পাশে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটির মিল পাওয়া যায়। 

প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে প্রচারিত দাবি সম্পর্কে বলা হয়েছে।

এছাড়া, গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করায় জাতিসংঘের সহায়তায় ক্ষমতা ফিরে পাওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।  

সুতরাং, জাতিসংঘের মহাসচিব, মহাসচিবের উপ-মুখপাত্র ও শেখ হাসিনার পুরোনো ও ভিন্ন ঘটনার কিছু ভিডিও ও ছবি যুক্ত করে সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ না করায় জাতিসংঘের সহায়তায় ক্ষমতা ফিরে পাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img